আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
ভার্সিটির গ্রুপ প্রেজেন্টেশনে এটেন্ড করতে না চাইলে, ওজর হিসেবে মিথ্যা কিছু বললে গুনাহ হবে?! আগে তেমন পর্দা করতাম না বিধায় প্রেজেন্টেশন দিয়েছি কয়েকটা! কিন্তু আলহামদুলিল্লাহ করোনার লকডাউন থেকে পরিপূর্ণ পর্দা করছি! প্রায় দেড় বছর পর এখন অফলাইনে ভার্সিটিতে ক্লাস হওয়ায় প্রেজেন্টেশনের ডেইট দিয়েছে টিচাররা!
পর্দা করে ক্লাস করতে প্রব্লেম হয় না আলহামদুলিল্লাহ, তবে পরিপূর্ণ পর্দা করে ক্লাসের সবার সামনে ডেস্কে যেয়ে লাউডলি স্পিচ দিতে আনকম্ফোর্ট ফিল করছি প্রচুর! তাছাড়া নিক্বাব পড়ে কথা বললে লাউডলি কথা শোনাও যাবে না, আনইজি লাগছে খুব!
এখন এই প্রেজেন্টেশন দিতে না চাওয়ায় যদি টিচার আর সহপাঠীদের মিথ্যা কোনো কারণ দেখাই তাহলে কি গুনাহের হবে?
অলরেডি আমাদের গ্রুপের একজন মেয়ে কে বলে দিয়েছি প্রেজেন্টেশন দিবো না, সত্যি কারণও বলেছি! কিন্তু গ্রুপে ছেলেও আছে! ছেলেদের সাথে কথা বলি না, কেউ এসে কিছু জিজ্ঞেস করলে তখন বলি জাস্ট যত কম বলা যায়! আমার গ্রপের এক ছেলে আমাকে জিজ্ঞেস করেছে প্রেজেন্টেশন কেন দিবো না?! যেহেতু আমি না দিলে আমার প্রেজেন্টেশনের অংশ ওদের কভার করতে হবে! তাই হয়তো জানতে চাচ্ছে! আমি কি মিথ্যা কিছু বলে দিবো?! নয়তো বলতে পারে যে, পর্দা করেও প্রেজেন্টেশন দেয়া যায়, কথা বলা যায় সবার সামনে যেয়ে এমন কিছু!
আর টিচারদের তো মিথ্যা কারণ বলতেই হবে প্রেজেন্টেশন না দিলে! তাদেরকে তো আর বলতে পারবো না যে, পর্দা করে প্রেজেন্টেশন দিতে আনইজি লাগে! করনীয় কি শায়েখ?!
জাযাকাল্লাহ খইর!