ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
مَا نَنسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنسِهَا نَأْتِ بِخَيْرٍ مِّنْهَا أَوْ مِثْلِهَا ۗ أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
আমি কোন আয়াত রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জান না যে, আল্লাহ সব কিছুর উপর শক্তিমান? (সূরা বাকারা-১০৬)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যখন যেই সময় যার জন্য যে বিধানের প্রয়োজন সেই আল্লাহ এক বিধান দিয়েছেন, যখন পরবর্তীতে মানুষের হালত দেল গেল,তখন সময়ের চাহিদা হল যে, হুকুম পরিবর্তন হওয়া।
এজন্যই আল্লাহ কিছু বিধানকে রহিত করে তদস্থলে নতুন বিধান দিয়েছেন।