আসসালামু 'আলাইকুম।
১,আমার প্রশ্ন হল সাহরীর সময়ের পূর্বেই আমি দাত ব্রাশ করি,আর কুলিও করি,তবুও মুখে পেস্ট এর রেশ বা হাল্কা স্বাদ থেকে যায়।যা সাহহীর সময় শেষ হবার পরেও ছিল,এরপরত কয়েকবার আমি লালা ভেতর দিকে গলায় নিয়ে ফেলি।এতে সুস্পষ্টভাবে বুঝা যায়না যে আমি স্বাদ অনুভব করতে পেরেছি কিনা,আমার প্রশ্ন হল,এতে রোযা কি ভাংবে? ভাংলে কাফফারাও লাগবে?
২,কুর'আন হাদীসে নিজের বাবা মা সন্তান সন্ততির জন্য দুয়া আছে,কিন্তু স্বামী বা স্ত্রী একে অপরের জন্য কোনো দুয়া নেই কেন?
৩,আমার স্ত্রী ২ নং কথা বলছিল,আমি বললাম এতে কি তুমি অসন্তুষ্ট? সে বলল না তবে মন খারাপ,প্রশ্ন হল,শরীয়তের কোনো বিষয় বা আল্লাহর উপ্প্র রাগ/অভিমান/মন খারাপ করা কাফির হবে কিনা