আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
98 views
in সাওম (Fasting) by (103 points)
edited by
আসসালামু 'আলাইকুম।

১,আমার প্রশ্ন হল সাহরীর সময়ের পূর্বেই আমি দাত ব্রাশ করি,আর কুলিও করি,তবুও মুখে পেস্ট এর রেশ বা হাল্কা স্বাদ থেকে যায়।যা সাহহীর সময় শেষ হবার পরেও ছিল,এরপরত কয়েকবার আমি লালা ভেতর দিকে গলায় নিয়ে ফেলি।এতে সুস্পষ্টভাবে বুঝা যায়না যে আমি স্বাদ অনুভব করতে পেরেছি কিনা,আমার প্রশ্ন হল,এতে রোযা কি ভাংবে?  ভাংলে কাফফারাও লাগবে?


২,কুর'আন হাদীসে নিজের বাবা মা সন্তান সন্ততির জন্য দুয়া আছে,কিন্তু স্বামী বা স্ত্রী একে অপরের জন্য কোনো দুয়া নেই কেন?

৩,আমার স্ত্রী ২ নং কথা বলছিল,আমি বললাম এতে কি তুমি অসন্তুষ্ট? সে বলল না তবে মন খারাপ,প্রশ্ন হল,শরীয়তের কোনো বিষয় বা আল্লাহর উপ্প্র রাগ/অভিমান/মন খারাপ করা কাফির হবে কিনা

1 Answer

0 votes
by (721,400 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
এক্ষেত্রে রোযা ভঙ্গ হবে না।

(২)
কে বলল নেই,
আংশিক ভাবে তো রয়েছেই,
আল্লাহ তা'আলা সূরা ফুরকানে বলেন,
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
এবং যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।(সূরা ফুরকান-৭৪)


(৩)
এদ্বারা কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...