উস্তাদ, সমাজে মহিলা ডাক্তারদের প্রয়োজনীয়তা কেমন?
যদি সহশিক্ষার এই জটিল বিষয়ের কারণে সব মেয়েরা মেডিক্যালে পড়াশুনা বাদ দিয়ে দেয়। তাহলে কি ফরযে কিফায়া আদায় হবে না, এমন কোনো বিষয় আছে?
[যেহেতু আমাদের মা বোনদের বিভিন্ন প্রয়োজনে মহিলা ডাক্তারদের প্রয়োজন হয়। এখন মহিলা ডাক্তার ই যদি না থাকে, তাহলে তাদের পার্সোনাল সমস্যা গুলো নিয়ে বা baby ডেলিভারি করার জন্য পুরুষ ডাক্তারদের কাছে যাওয়াটা কি শর্তসাপেক্ষে সহশিক্ষায় অধ্যয়ন করার থেকে বেশি জটিল না?]
দ্বিতীয়ত,
রাসুল সাঃ, সাহাবী এবং সালাফদের যুগে মহিলাদের পার্সোনাল বিষয়গুলো সম্পর্কে বা বাচ্চা ডেলিভারি করার জন্য তাদের কি পুরুষ বিশেষজ্ঞদের কাছে নেয়া হতো নাকি মহিলা?
যদি মহিলা বিশেষজ্ঞদের কাছে নেয়া হতো, তাহলে এমন পেশায় নিযুক্ত থাকার পাশাপাশি বাসার কাজ এবং পরিবারের হক আদায়ের বিষয়টা কিভাবে সমন্বয় করতেন?
বর্তমানে মেডিক্যাল পড়ুয়া বোনদের ক্ষেত্রে কি পরামর্শ হতে পারে?
?