ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার প্রশ্নটি অস্পষ্ট। আমরা আপনার প্রশ্ন থেকে যা বুঝেছি, সেই আলোকে বলছি। প্রয়োজনে আপনি কমেন্ট করবেন যদি না বুঝেন-
রাসূল সাঃ গায়েবের খবর জানতেন।এমন আকিদা শিরকী আকিদা তথা আল্লাহর সাথে কাউকে শরীক করা।যা ঈমান নিয়ে নিবে। সুতরাং এমন আকিদার কারো পিছনে নামায বিশুদ্ধ হবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2915
তাছাড়া অন্যান্য বিষয়, মিলাদ কিয়াম,দাড়ি ছাটাই কবিরা গোনাহের অন্তর্ভুক্ত। কবিরাহ গোনাহে বরাবর লিপ্ত ব্যক্তির পিছনে নামায পড়লে নামায যদিও আদায় হয়ে যাবে। তথাপি তাদের পিছনে নামায পড়া মাকরুহ। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/291
ফাসিকের পিছনে নামায পড়লে কেন সেই নামাযকে দোহড়াতে হয়? সে সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1872
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উনার শিরকি আকিদা থাকলে উক্ত ইমামের পিছনে নামায বিশুদ্ধ হবে না। তাছাড়া অন্যান্য কবিরাহ গোনাহের কারণে উক্ত ব্যক্তির পিছনে নামায পড়া যাবে, তবে নামায মাকরুহ হবে। ফিতনার আশংকা না থাকলে উক্ত ইমামকে বদলিয়ে ফেলাই উত্তম। আর ফিতনার আশংকা থাকলে উক্ত ইমামের পিছনে নামায পড়া যাবে। অথবা দূরবর্তী কোনো মসজিদে নামায পড়া যেতে পারে।