বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبْرَةَ، عَنْ أَبِيهِ لَقِيطِ بْنِ صَبْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَالِغْ فِي الِاسْتِنْشَاقِ، إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا
লাক্বীত ইবনু সাবারাহ (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি উত্তমরূপে নাকে পানি দিয়ে তা পরিস্কার করো- যদি তুমি সওম পালনের অবস্থায় না থাকো।
(আবু দাউদ ২৩৬৬)
উক্ত হাদীসের সারমর্ম হলোঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি উত্তমরূপে নাকে পানি দিয়ে তা পরিস্কার করো- যদি তুমি সওম পালনের অবস্থায় না থাকো।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি নাকে পানি প্রবেশ করাবেননা।
আপনি আঙ্গুল ভিজিয়ে নিয়ে সেই আঙ্গুল নাকের মধ্যে প্রবেশ করে যথাসম্ভব নাক পরিস্কার করবেন।
চাই একাধিকবার বার আঙ্গুল প্রবেশ করাতে হোক,তাতে সমস্যা নেই।
,
অথবা ভেজা কাপড়ও এভাবে নাকের মধ্যে প্রবেশ করিয়ে নাক পরিস্কার করতে পারেন।
উল্লেখ্য যে আপনার সেই শুকনো রক্তের পরিমান যদি এক দিরহাম থেকে কম হয়,তাহলে এই পরিমাণ যেহেতু মাফ।
তাই উল্লেখিত ছুরতে অযুতে আপনাকে নাকের ব্যাপারে কিছুই করতে হবেনা।
আর যদি এক দিরহাম বা তার চেয়ে বেশি হয়, তাহলে উপরে উল্লেখিত নিয়ম অনুপাতে নাক পরিস্কার করবেন।