আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
182 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (16 points)
স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হওয়ায় এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে তিনের অধিক তালাক দেয় এমতাবস্থায় তাদের সামনে কোনো সাক্ষী ছিল না,মাসয়ালা না জানা থাকার কারণে তারা একসাথে থাকতে থাকে,
 পরবর্তীতে স্ত্রী তার পরিবারকে এ বিষয়টি জানালে মেয়ের পরিবার তার স্বামীকে বাড়িতে আসতে বলে, মেয়ের দাদি ও কাকি স্বামীকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে স্বামী তালাকের কথা স্বীকার করে,
 মেয়ে এবিষয়টি এক হুজুর কাছে জানতে চাইলে হুজুর বলে তাদের মাঝে বিবাহ অবশিষ্ট নেই ,
তাই সে একসাথে থাকলেও স্বামী-স্ত্রীর আচরণ থেকে বিরত থাকে
কিন্তু বর্তমানে স্বামী তালাকের কথা অস্বীকার করে আর স্ত্রী তালাকের কথা শিকার করে

এখন হযরতের নিকট জানার বিষয় হল

যেহেতু তালাক দেওয়ার সময় তাদের সামনে কোন সাক্ষী ছিল না কিন্তু স্বামী তার স্ত্রীর দাদি ও কাকির কাছে তালাকের কথা স্বীকার করেছিল,এখন দাদি ও কাকির সাক্ষ্য দেওয়ার দ্বারা তালাকের ক্ষেত্রে স্ত্রীর কথা গ্রহণযোগ্য হবে কিনা??? আশাকরি দলিল সহ উত্তর প্রদান করে উপকৃত করবেন।

1 Answer

0 votes
by (565,890 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لَا يَجُوزُ نِكَاحٌ، وَلَا طَلَاقٌ، وَلَا ارْتِجَاعٌ إِلَّا بِشَاهِدَيْنِ

‘রাসূল (সা.) বলেছেন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ, তালাক ও ফিরিয়ে আনা বৈধ হবে না।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ১০২৫৪]

★শরীয়তের বিধান হলোঃ যদি স্বামী তালাকের ব্যাপারে অস্বীকার করে,তাহলে শুধু স্ত্রীর বলার দ্বারা তালাক হবেনা।
অবশ্য যদি বাস্তবেই স্ত্রী নিজ কানে তালাক প্রদানের বাক্য শুনে থাকে,তাহলে তার জন্য সেই স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখা জায়েজ হবেনা।
তার জন্য উচিত খোলা করে হোক বা অন্য যেকোনো ভাবেই হোক,উক্ত স্বামী থেকে সম্পর্ক ছিন্ন করা।
(কিতাবুন নাওয়াজেল ৯/৯০)

والمرأۃ کالقاضي إذا سمعتہ أو أخبرہا عدل لایحل لہا تمکینہ۔ (شامي ۴؍۴۶۳ زکریا، الفتاویٰ الہندیۃ ۱؍۳۵۴)
সারমর্মঃ
স্ত্রী কাজির মতোই। যখন সে তাহা শুনবে অথবা তাকে ন্যায়পরায়ণ কেহ খবর দিবে।
তখন সেটিকে টিকিয়ে রাখা বৈধ হবেনা।


প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
প্রশ্নে উল্লেখিত ছুরতে দাদি ও কাকির সাক্ষ্য দেওয়ার দ্বারা তালাকের ক্ষেত্রে স্ত্রীর কথা গ্রহণযোগ্য হবেনা।
তবে স্ত্রী যেহেতু নিজ কানে তালাকের বাক্য শুনেছে,তাই তার জন্য সেই স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখা জায়েজ হবেনা।
তার জন্য উচিত খোলা করে হোক বা অন্য যেকোনো ভাবেই হোক,উক্ত স্বামী থেকে সম্পর্ক ছিন্ন করা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (16 points)
তাহলে মহিলার কথা গ্রহণযোগ্য হওয়ার জন্য কি ধরনের সাক্ষীর প্রয়োজন

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...