সালাম আদায়ের সময় শেষ বৈঠকে বে তাশাহুদে আঙ্গুল কি করতে হয়?
এই সাইটটি চালানোর জন্য প্রতি মাসে আমাদের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার কাছাকাছি খরচ হয়। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুফতি সাহেবদের নির্দিষ্ট পরিমান হাদিয়া দেওয়া হয়। তাই প্রশ্নটি করার আগে আর একবার খুব ভালো করে দেখে নিন প্রশ্নটির উত্তর আগের কোনো উত্তর থেকে পাওয়া যায় কিনা? অন্যদিকে আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এর বেশি প্রশ্ন হয়ে গেলে আপনার একাউন্টটি ব্লক করে দেওয়া হবে।
তাশাহুদে আঙ্গুল উঠানোর পদ্ধতিসমূহ কী কী? কোনটা পালন করবো?সালাতের নিয়তে কি কয় রাকআত পড়বো তাও ঠিক করতে হবে? বৈঠকে আঙ্গুল নাড়ানোর বিধান কি?লটারি কি জুয়া খেলার মত হারাম, Dhul-Qarnayn, ইয়াজুজ আর মাজুজ, তাশাহুদে শাহাদাত আঙ্গুলতাশাহুদে আঙ্গুল এর দিকে তাকানো, মাসীহ শব্দের অর্থ , নবী ইউসুফ এবং স্বপ্ন, কার্টুনের বানানোর এবং দেখার বিধানআসসালামু আলাইকুম হাদিসে আছে সুদের সাক্ষী হওয়া ও সুদের দলিল লেখাও হারাম, কিন্তু আমি ৮ম শ্রেণীর ছাত্র আমাকে সুদের অংক করতে হয় এমতাবস্থায় আমার করণীয় কি?ইসলামী শরিয়াহ অনুযায়ী এজমালি সম্পত্তি বলতে কি বুঝায় এর কি কোন নিয়ম আছে আর থাকলেও কিভাবে করতে হয়?হায়েজের ১০ দিন পরেও যদি চলমান লাল রক্ত বের হয় সেক্ষেত্রে কীভাবে নামাজ আদায় করতে হয় ?সূরা বাকারা এর শেষ দুই আয়াতে কি সাকতাহ আছে? থাকলে কেমন চিহ্ন দাওয়া থাকে? কিভাবে উচ্চারণ করতে হয়? এইটা কি ফরজ করা? না করলে গুনাহ হবে?হযরত,নামাযে শাহাদাত আঙ্গুল উঠানো নিয়ে প্রশ্ন ছিল।ডান হাতের বুড়ো আঙ্গুল কাটা