জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
ইফতারীর সময় আসার আগে নফল বা হাজত এর নামাজ আদায় করা যাবেনা।
এসময়ে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা এসেছে।
তবে সেদিনের নফল নামাজ আদায় করা যাবে।
উকবা বিন আমের জুহানী রাযি. বলেন,
ثَلاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا : حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ
তিনটি সময়ে রাসুল ﷺ আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতোক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়। (সহীহ মুসলিম ১৩৭৩)
আরো জানুনঃ
(০২)
উল্লেখিত তিন নিষিদ্ধ সময় ব্যাতিত যেকোনো সময়ে আল্লাহকে সেজদাহ দিতে পারবেন।
এই সেজদায় বাংলায় দোয়া করতে পারবেন।
বাংলায় বৈধ যেকোনো মনের কথা বলতে পারবেন।
তিন নিষিদ্ধ ওয়াক্তে সেজদাহ মাকরুহ।