আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
234 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, মুহতারাম,

১) যানবাহনে কিংবা অন্যান্য সময়ে হিজড়া সম্প্রদায়ের কয়েকজনকে এসে লোকদের কাছে টাকা চাইতে দেখা যায়। এ সময় অশালীন আচরণের ঘটনাও শোনা যায়। এক্ষেত্রে তাদেরকে টাকা দেওয়া কি ঠিক?

২) ৩৩৫৪ নং প্রশ্নোত্তরের প্রেক্ষিতে, 'ইচ্ছে থাকা সত্বেও কিবলামুখি হয়ে নামায আদায় করতে না পারলে এই নামায পরে কাযা করতে হবে' - আর অধিকাংশ ক্ষেত্রে যানবাহনে কিবলামুখী থাকা সম্ভব হয় না; সেক্ষেত্রে মনে প্রশ্ন জাগে যে যদি নামাজ পরে দোহরানোই লাগে তাহলে এই সময় গাড়িতে নামাজ পড়ার প্রয়োজনীয়তা কী?

৩) ৪০৮৫ নং প্রশ্নোত্তরের প্রেক্ষিতে, ৩ নং প্রশ্নের উত্তরটি বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে। বায়ু বা পেশাবের ফোঁটা নির্গমন তো জানামতে ফরয গোসল ভাঙার বা গোসল ফরয হওয়ার কোনো কারণ নয়। তাহলে গোসলের ফরযগুলো দোহরাতে হবে কেন?

1 Answer

+1 vote
by (606,750 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
(১)
রাস্তার ভিক্ষুক যাদের ভিক্ষাবৃত্তি আজকাল একরকম পেশা হয়ে গেছে।তন্মধ্যে অনেকের আবার আর্থিক সচ্ছলতা ও শারীরিক সক্ষমতা রয়েছে।এদেরকে রুক্ষ ভাষায় ধমক না দিয়ে উপদেশ দিতে হবে।নরম ভাষায় তাদেরকে বুঝাতে হবে।না দিলে সুন্দরভাবে বিদায় দিতে হবে
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﺃَﻣَّﺎ ﺍﻟﺴَّﺎﺋِﻞَ ﻓَﻼ ﺗَﻨْﻬَﺮْ
তরজমাঃএবং(হে নবী) আপনি সওয়ালকারীকে ধমক দিবেন না।

হাদীস শরীফে এসেছে, নবীজী সাঃ বলেনঃ
ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : ( ﻟﻠﺴﺎﺋﻞ ﺣﻖ ﻭﺇﻥ ﺟﺎﺀ ﻋﻠﻰ ﻓﺮﺱ-
তরজমাঃসুওয়াল কারীর ও একটি হক্ব রয়েছে যদিও সে ঘোড়ায় সওয়ার হয়ে আসে।(আবু-দাউদ-১৬৬৫)

সুওয়াল করার হুকুম ভিক্ষুকের অবস্থার উপর নির্ভর করবে।সে যদি সাবলম্বী হয় তাহলে সুওয়াল করা তার জন্য উপরের বর্ণিত ধারা অনুযায়ী হারাম হবে ঠিক কিন্তু সুওয়ালকৃত ব্যক্তির জন্য কিছু দিয়ে দেয়াটা উচিৎ।কেননা সুওয়ালের কারণে তার উপর সুওয়ালকারীর জন্য একরকম হক্ব বা অধিকার স্থাপিত হয়ে গেছে। তবে সাধারণত সদকার(নফল) নিয়্যাত থাকলে বাস্তব অবস্থা অনুসন্ধান করে দেয়াটাই উত্তম হবে।কারো সম্পর্কে যদি প্রবল ধারণা হয় যে,সে সর্বদিক দিয়ে অক্ষম তাহলে তাকে দিয়ে দিবে।তবে যদি কেউ ধনী বা সুস্থ-সবল,উপার্জনোক্ষম
কাউকে সদকা দিয়ে দেয় তাহলে তার বৃথা যাবে না।বরং অবশ্যই সে সওয়াব পাবে।........বিস্তারিত জানুন- 3719

সুতরাং আপনার জন্য উচিৎ সামর্থ্যানুযায়ী কিছু তাকে দিয়ে দেয়া বা নরম ভাষায় বুঝিয়ে বিদায় দেয়া।

(২)
যানবাহনে ত্রুটিপূর্ণ নামায আদায় কারার পর সেখান নেমে পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় আবার নামাযকে এজন্য দোহরাতে হবে।
প্রশ্ন হল,যদি পরবর্তীতে নামাযকে দোহড়ানো লাগে,তাহলে গাড়ীতে কেন পড়তে হয়?
উত্তরে বলা যায় যে,আল্লাহ না করুক যদি এই গাড়ীতে থাকায় অবস্থায় কারো মৃত্যু চলে আসে,তাহলে সে এমন অবস্থায় মৃত্যু বরণ করবে যে,তার যিম্মায় এক ওয়াক্ত নামায অবশিষ্ট থেকে যাবে।তাই তার প্রতি হুকুম হল,সে ত্রুটিপূর্ণ   অবস্থায় সে তার নামাযকে আদায় করে নেবে।যেহেতু ত্রুটিপূর্ণ অবস্থায় নামায পড়া হয়েছে,তাই পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় উক্ত নামাযকে দোহড়াতে হবে।


(৩)
ফরয গোসলের সময় যদি হাদাসে আসগার সংগঠিত হয়,তথা বায়ূ ইত্যাদি নির্গত হয়,তাহলে গোসলকে পূর্ণ করবে।নতুন ভাবে গোসল করা বা গোসলের অঙ্গ সমূহকে আবার ধৌত করার কোনো প্রয়োজন নেই।কেননা হাদাসে আসগার গোসল ফরযের কারণ নয়।তাই গোসলের যে ফরয আদায় করার মূহুর্তে বায়ূ নির্গত হয়েছে,সেই ফরয এবং পরবর্তী কোন্র ফরয থাকলে সেই ফরযকেও পূর্ণ করে গোসলকে সমাপ্ত করা হবে।
গোসলের নামায তেলাওয়াত ইত্যাদি ইবাদত করার মনস্থ করলে তখন অবশ্যই অজু করে নিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...