আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
215 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (56 points)
اسلام عليكم و رحمة الله وبركاته

১. কোন নারী যদি না বুঝে স্বামীকে মোহরানা ক্ষমা করে দেয়, কিন্তু পরে সে দাবী করে যে সে না বুঝে ক্ষমা করেছিল কিন্তু সে এখন তার হক্ব ছাড়বেনা৷ সেক্ষেত্রে কি উক্ত নারীর স্বামী বাধ্য তাকে মেহরানা পরিশোধ করতে?

২. স্বামী যদি ধোকার মাধ্যমে না বুঝিয়ে মাফ নেয়?

৩. যদি স্বামী সাধারণভাবেই মাফ চায় কিন্তু স্ত্রী তার জ্ঞানের অভাবে যথাযথ না বুঝে ক্ষমা করে দিলো, এখন সে দেনমোহর সম্পর্কে ভালোভাবে জ্ঞাত৷ সে কি দেনমোহর দাবী করতে পারবে তার স্বামীর কাছে?

৪. নবী (সাঃ) বলেছেন যে বিয়েতে খরচ যত কম তা তত বরকতময়৷ এই খরচের মধ্যে কি দেনমোহরও ধর্তব্য?

৫. নাকি অন্যান্য খরচ ধর্তব্য এবং দেনমোহর ছেলের সর্বোচ্চ সামর্থ্য এবং মেয়ের কুফু অনুযায়ী (অনেক বেশি দেনমোহর) হলেও সমস্যা নেই?

1 Answer

0 votes
by (603,000 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বুঝে হোক আর না বুঝে হোক,  মহর ক্ষমা করে দেয়ার পর এখন স্ত্রী আর মহর চাইতে পারবে না।স্ত্রীর অধীকার অবশিষ্ট থাকবে না।

(২)
ধোকার মাধ্যমে মাফ করিয়ে নিলে, সেটা মাফ হবে না।তখন স্বামীকে অবশ্যই মহর পরিশোধ করতে হবে।

(৩)
স্ত্রী যেহেতু ক্ষমা করে দিয়েছে, তাই এখন আর সে মহর চাইতে পারবে না।

(৪)
জ্বী, দেনমহরও ধর্তব্য। তবে মনে রাখতে হবে, দেনমহর সকলের ক্ষেত্রে সমান নয়।অর্থাৎ খরচ কম বা বেশী হওয়ার প্রত্যেকের সম্পদের উপর নির্ভর করবে।কারো জন্য এক লাখ অনেক বেশী।আবার কারো জন্য ১০লাখও তেমন কিছু না।

সুতরাং ব্যক্তিত্বের উপরই নির্ভর করবে যে, কার জন্য কত মহর কম খরচ হিসেবে পরিগণিত হবে।এবং কার জন্য বেশী হিসেবে পরিগণিত হবে।

(৫)
দেনমহর সহ সকল খরচের বেলায় স্বামীর আর্থিক অবস্থা লক্ষণীয়। স্বামী যা অনায়াসে দিতে পারবে, সেটা কম খরচ হিসেবে পরিগণিত হবে।রাসূলুল্লাহ সাঃ উম্মে হাবীবা রাযিকে অনেক বড় মহর দিয়ে বিয়ে করেছিলেন।৪০০০ দিরহাম।যা আজকের হিসেব অনুযায়ী প্রায় বিশ লাখেরও বেশী।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (603,000 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 152 views
...