আমার বড় বোন সপ্ন দেখেন যে সে শুয়ে নামাজ পরছে এবং সম্ভবত আরও খারাপ কিছু দেখেন। খারাপ সপ্ন শুনে আমি বিস্তারিত জানতে চাইনি। সে ঘুম থেকে উঠে বাম দিকে তিনবার থুতু ফেলে এবং আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চায়। পরে পেরেশানি দূর করার জন্য এ ব্যপারে আলেমদের মত জানার চেষ্টা করে, এভাবে সে জানতে পারে যে হায়েজ, নেফাস, নেশাগ্রস্ত এবং উলংগ অবস্থায় কোন সপ্ন দেখলে তা বাস্তবে পরিণত হবে না, যদিও সে রাতের শেষ ত্রিতিয়াংশে সপ্নটি দেখে থাকেন। আমার বড় বোন রাতের শেষ ত্রিতিয়াংশেই সপ্নটি দেখেন এবং সে হায়েজ অবস্থায় ছিল। আমি জানতে চাই যে
সপ্ন সত্যি হবে কি হবে না সে ব্যাপারে কি কি সুন্নাহভিত্তিক লক্ষন আছে? এবং উক্ত চার অবস্থার(হায়েজ,নেফাস, উলংগ, নেশাগ্রস্ত) সাথে সপ্ন সত্যি না হওয়ার বিষয়টি কি সুন্নাহভিত্তিক কিনা? এই পরিস্থিতিতে সপ্নের ব্যখ্যা কি?