১. হুজুর, আমি কিছুতেই বুঝতে পারছিনা আমার কি করা উচিত। আমি আমার জীবনে অনেকগুলো কসম করেছি আর ভেঙেছি। এসব সব কসম যা ভেঙে গেলে কাফির, মুশরিক হয়ে যাওয়ার। এসবের মধ্যে এমন কিছু রয়ে গেছে যেগুলো হয়তো আমি ভাঙিনি। এজন্য আমি সতর্কতা হিসেবে অগ্রিম ২০০ টি কাফফারা দিবো এই হিসেবে ঈমান এনেছিলাম। এখন ভয় হচ্ছে যে এমন সব কসম রয়েছে যেগুলোর উপর ঈমানের কসম ছিল কি না মনে নাই। আর যেগুলো মনে আছে সেগুলো কি ভেঙে গেছে কি না তাও বুঝতে পারছি না। আপনি বললেন যে, কসম না ভেঙে কাফফারা দেওয়া যায় না। হুজুর, আমাকে দয়া করে ঈমান নিয়ে মরতে সাহায্য করুন। আমি বিগত ৪ দিন ধরে অসহ্য যন্ত্রনায় ভুগছি। হুজুর, যদি একটু আপনার সাথে কথা বলতে পারতাম! আমি লিখিত আকারে বুঝাতে পারছিনা।
আমি ওয়াসওয়াসার রুগী। নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকার জন্য এই সমস্ত কসম কাটতাম। হুজুর, একটা বার আমার সাথে ফোনে একটু কথা বলুন।
২. যে সমস্ত বিষয়ের উপর হয়তো ঈমান হারানোর কসম করেছি এখন কি সেই সমস্ত বিষয়ের উপর কি ইচ্ছা করেই কসম ভেঙে কাফফারা নির্ধারণ করবো? কারণ, আমি হয়তো সেই সমস্ত কসমগুলো রাখতে পারবো না। পরে তো আমি আবার কাফের হয়ে যাবো যখন শর্ত অনুযায়ী কাজ করে ফেলবো।
৩. হুজুর এমন কি কোন পদ্ধতি আছে যা করলে আমার সব কসম ভেঙে যাবে? অথবা যে সমস্ত কসম আমি ভেঙে ফেলিনি সেই সমস্ত কসম যাতে ভবিষ্যতে ভেঙে ফেললেও আমি কাফের না হয়ে যায় - এমন কোন পদ্ধতি আছে? হুজুর, একটা বার যদি আমার সাথে একটু ফোনে কথা বলতেন?
৪. আমি কি কি বিষয়ের উপর কসম করেছি তা মনে করার অনেক চেষ্টা করার পরও ভাল কোন সমাধান পাচ্ছি না। কিছু কসমে কাফের হয়ে যাওয়ার কসম করেছি কি না স্পষ্ট মনে নাই, কিছু কসমে কাফের হয়ে যাওয়ার ব্যাপারে ঐ সময়টাই নির্দিষ্ট ছিল কি না খেয়াল করতে পারছি না। হুজুর, আমি কি ঈমান নিয়ে মরতে পারবো না?
৫. হুজুর, এই এই লিংক থেকে
https://ifatwa.info/40305/ একটু ১২নং প্রশ্নটি দেখে এই প্রশ্নের উত্তর দিয়েনঃ-
আপনি লিখেছেনঃ-
"যদি কাফফারা আদায় না করেন,তাহলে শর্তযুক্ত তালাক হয়ে যাবেনা।
বিয়ের পর কাফফারা আদায় করলেও চলবে।
তবে সামর্থ এখনই আদায় করা উচিত।"
আমার সামর্থ্য থাকার পরও যদি কাফফারা পরে আদায় করি বা আদায় না করি তাহলে কি শর্তযুক্ত তালাক হয়ে যাবে?
হুজুর লিংক থেকে প্রশ্নটি পড়েছেন কি না সেটাও একটু জানায়েন। হুজুর, বেয়াদবি নিয়েন না। আমি ওয়াসওয়াসার রুগী।