শরীয়তের বিধান হলো যেখানে কোনো কাজ ছাড়াই বিনিময় পাওয়া সেটা নাজায়েজ।
স্টার্স ফেয়ার ২৫ (Starsfair25) এ নতুন গ্রাহক যে ব্যাক্তির রেফার কোড ইউজ করে গ্রাহক জয়েন হলো, ওই ব্যাক্তিকে কোম্পানি রেফার বোনাস দিবে ৫৳ এবং ওই ব্যাক্তিকে আবার যে জইন করিয়েছে এবং এমন করে তার উপরের ২৪ জন আপলাইন পাবে ৩,২,১ ইত্যাদি করে, প্রায় এক গ্রাহকের জইনের মাধ্যমে উপরের ২৫ জন সর্বমোট পাবে ১৯৳
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি জয়েন হওয়ার পর উদাহরণ স্বরুপ আপনার রেফার কোড ইউজ করে ৫ জন গ্রাহক জয়েন হলো।
এক্ষেত্রে আপনি পাবেন ৫ টাকা।
যে ৫ জন আপনার রেফার আইডি দিয়ে জয়েন হয়েছিলো,তাদের প্রত্যেকের রেফার আইডি দিয়ে যারা জয়েন হবে, সেখানে আপনি ৩ টাকা কমিশন পাবেন।
এর পরের ধাপে আপনি ২ টাকা পাবেন,পরবর্তী ধাপে আপনি ১ টাকা পাবেন।
আপনি যে ৩ টাকা করে কমিশন পাবেন,তার পরবর্তীতে ২ টাকা করে কমিশন পাবেন, এটা এমন এক বিনিময়, যার মোকাবেলায় আপনি কোনো শরীয়তে ধর্তব্য করার মতো কোনো কাজ করেননি।
তাই এই কমিশন নাজায়েজ।
,
আপনি যে ৫ জনকে যুক্ত করেছেন,সেক্ষেত্রে যে আপনি ৫ টাকা করে প্রতি জন থেকে পেয়েছেন,এক্ষেত্রে আপনাকে যে যুক্ত করে নিয়েছে,সে পেয়েছে ৩ টাকা করে, তার উপরের জন পেয়েছে ২ টাকা করে,আবার তার উপরের জন পেয়েছে ১ টাকা করে,
সেটিও তাদের কাজ ছাড়াই বিনিময় হওয়ার কারনে নাজায়েজ ।
আর আপনার কারনেই যেহেতু তারা এই নাজায়েজ বিনিময় পেলো,তাই আপনার কাজটি নাজায়েজ কাজে সহযোগিতা হওয়ার কারনে অবৈধ।
,
আর যেহেতু আপনি যখন সেখানে নিজে যুক্ত হয়েছেন,সেই ছুরতে এই ভাবেই (৫.৩.২ টাকা লাভের পদ্ধতিতে) অন্যরা লাভ পেয়েছে,তাই অন্যায় ও নাজায়েজ ইনকামের সহযোগিতা করার কারনে আপনার যুক্ত হওয়াও নাজায়েজ হয়েছে।
,
কুরআনুল কারীমের আয়াত-
لا تاكلوا اموالكم بينكم بالباطل
এর ব্যাখ্যায় রঈসুল মুফাসসিরীন হযরত আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেছেন, أن يأكله بغير عوض (শর্তযুক্ত আকদে) বিনিময়হীন উপার্জনই হল বাতিল পন্থার উপার্জন। (আহকামুল কুরআন, জাসসাস ২/১৭২)
হযরত হাসান বসরীসহ অন্যান্য অনেক তাফসীরবিদও আয়াতটির একই ধরনের তাফসীর করেছেন (দ্রষ্টব্য: রূহুল মাআনী ২/৭০, ৫/১৫; তাফসীরুল মানার ৫/৪০)
.
شعب الإيمان (2/ 434):
" عَنْ سَعِيدِ بْنِ عُمَيْرٍ الْأَنْصَارِيِّ، قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْكَسْبِ أَطْيَبُ؟ قَالَ: " عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ، وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ ".
সায়ীদ বিন উমায়ের আনছারী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন- ‘কোন প্রকারের জীবিকা উত্তম?’ উত্তরে তিনি বললেন— নিজ হাতের কামাই এবং সৎ ব্যবসায়।
(মিশকাত ২৭৮৩)