আসসালামু আলাইকুম হুজুর।
১।হুজুর, একটি সমস্যার সমাধান করুন। কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি ২/৩ বার কেনয়া তা*** মত ঘটনা বা মিথ্যা স্বীকারোক্তি মুলক ঘটনা ঘটে থাকে,, তাহলে তারা কয় তা** ধরে নিবে? অর্থাত স্বামী যদি কেনায়া তা*** মিথ্যা স্বীকারোক্তি দেয়,, এইরকম ঘটনা যদি কয়েকবার ঘটে থাকে তাহলে তারা কয় তালা* ধরবে?
বায়েন তা** নাকি একটা পরার পর,, পরবর্তীতে ইজাব কবুল না হলে পুনরায় বায়েন তা** পরে না।
##তাহলে সেই স্বামী স্ত্রীর মধ্যে যদি স্পষ্ট ইজাব কবুল না হয়ে থ কেনায়া তালা** মিথ্যা স্বীকারোক্তির ঘটনার পর।
কিন্তু কিছু ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলোর মাধ্যমে কি ইজাব কবুল হবে আর বার বার বায়েন তা** পরবে??
ঘটনা ঃ স্ত্রী স্বামীকে বললো,, তুমি না আমার স্বামী,,, অমুক কাজটা করো না দয়া করে,, এইভাবে বলার পর যদি স্বামীও যদি বলে হ্যাঁ / তুমি আমার বউ। এইভাবে বলার সময় যদি সামনে উপযুক্ত সাক্ষী থাকে। তাহলে কি ইজাব কবুল হয়ে যাবে??
২।যদি এইভাবে ইজাব কবুল হয় তা*** ঘটনা গুলোর মাঝে,, তাহলে কি বার বার তালা* পতিত হবে??
৩। ইজাব কবুলের মত ঘটনা গুলো সন্দেহ জনক,, অর্থাত স্বামী স্ত্রী উভয়ে জামাই/ বউ ডেকেছিল কিনা মনে নেই স্পষ্ট। ঘটনার সাক্ষি হিসেবে যাদেরকে মনে করতে পারছে,,তাদেরকে জিজ্ঞেস করলে যদি সঠিক ঘটনা মনে না করতে পারে,, বা স্বামী ও মনে না করতে পারে স্ত্রীকে বউ বলে সম্মোধন করেছিল কিনা তার স্ত্রী তাকে স্বামী বলার পরে। স্ত্রী স্বামীকে জামাই বলে সম্মোধন করেছে বলে মনে আছে,,, কিন্তু এরপর স্বামী সম্মতিসূচক কিছু বলেছিল বলে মনে নেই,, হেসেছিল এইটুকু মনে আছে। তাহলে হুকুম কি?