আসসালামু 'আলাইকুম।
১,আমি যদি ইমাম সাহেবকে বসা অবস্থায় পাই,বা রুকুর পর তাকে ধরি অর্থাৎ সিজদায়,তারপর ইমাম যদি বসে,সেই বসাতে কি আমি তাশাহুদ পড়ব? যেহেতু সেই রাকাত টা আমি পাইনি
২,গোসলে পুরুষাংগ ও মলদ্বারে পানি দিতে গেলে অনেক সময়ে কিছুটা পানি ঢুকে যায় গোসলের পানি,যা গোসলের পরে বের হয় আবার অনেক সময় বের হয়না।
এক্ষেত্রে কি গোসলের অযু ভাংগবে? কারণ এটাত সবার ই অল্পবিস্তর ঢোকার কথা।
৩,মলদ্বার ও প্রসাবের রাস্তা দিয়ে কিছু প্রবেশ করলে অযু ভাংগবে কিনা
4,সিজদা থেকে উঠতে দেরি হচ্ছিল কারণ দুয়া করছিলাম,এখন ইমামত উঠে গেসে,তখন অন্য নামাযিরা কি ভাব্বে ভেবে আমি পিঠ আর ঘাড় এমন ভাবে নড়াই যেটা মানুষ সিজদা থেকে উঠার আগ মুহুর্তে করে,যাতে সবাই বুঝে আমি উঠতেসি মাত্র। তারপর দুয়া শেষ করে উঠি।এক্ষেত্রে কি রিয়া বা লোক দেখানোর জন্য নামাজ ফাসিদ হবে?
৫,রিয়া বা লোক দেখানো আমল নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি,এটা কিভাবে বুঝবো।আমাকে কোনো আর্টিকেল থাকলে সন্ধান দিন