আসসালামু আলাইকুম ওয়া রহমাতুলাহ সম্মানিত মুফতি সাহেব,
১.আমার আম্মু আব্বুর যাকাত এর বিষয়ে সচেতনার কমতির কারণে বিগত ২০/২৫ বছরের কোনো হিসাব করা হয়নি,আব্বুর উপর প্রায় অনেক রিন ও আছে প্রায় সারাজীবনই (এমন রিন যা যাকাতের হিসেবের সময় কাটতে হয়) । এবং আব্বুর টাকা পয়সার নির্দিষ্ট কোনো হিসেব নাই যে কবে সাহেবে নিসাব হলো কিনা! আম্মুর গহনা + টাকা মিলে তো যাকাত সেই ২৫ বছর আআগ থেকেই হবার কথা…
আব্বু এখন যাকাত দিতে আগ্রহী আম্মুর + আব্বুর টা। কিন্তু এতো এলোমেলো হালাতে কিভাবে হিসাব করব? কী করণীয়?
২.আমার আহলিয়া বেশ ভালো দীন মেনে চলে আলহামদু লিল্লাহ,সমস্ত সুন্নাহর প্রতিও ভালোবাসা আছে ।কিন্তু তার চোখে আমায় বাবড়ি না রেখে সাভাবিক চুল রাখা দেখতে বেশি সুন্দর লাগে।কিন্তু আমার নিজের বাবড়ি রাখতেই বেশি ভালো লাগে । কখনো রাখা হয়,আবার ওর অনেকবার অনুরোধ করায় কেটে ফেলতে হয়’কিন্তু আমার খুবই খারাপ লাগে। কী করণীয়?…
মা শা আল্লাহ সে সব দিকেই খুবই ভাল,শুধু বাবড়ি রাখতে দিতে কম চায়।
৩.আমার ছোট বোন খুবই বাজে লাইফ লীড করে,আব্বু আম্মুর খুবই অবাধ্য,এজন্য আম্মু প্রায় দিনই ওর নামে সব নালিশ আমার বা আমার আহলিয়ার কাছে বলে ফোনে, (এমন ক্ষেত্রে মায়েরা সাভাবিকভাবে যা বলে আরকি)
সারাদিন গীবত না হলেও আম্মুর সাথে কথা বলার সময় এই টপিকে গীবত হয়ে যায় বোনের নামে, এ ধরনের গীবত শোনা থেকে আমি এবং আমার আহলিয়া কীভাবে বাচতে পারি হযরত?