আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহ।
গত ৬ফেব্রুয়ারী ২০২০ ইং , ১৯ বছর পর আমার একটি ভাই হয়েছিল এবং ৮ম দিনের দিন সে মারা যায়।
সে মারা যাওয়ার পর, ৩দিনের দিন কিছু ফকির মিসকিন খাওয়ানো হয়েছিল। তারপর আর এতদিন যাবত, কোনো কিছু করা হয় নি। তবে বেচে থাকা কালীন, তার সুস্থতার জন্য আব্বু আম্মু তার জন্য দান সদাকা করেছিল, কুরআন দান করেছিল।
তো আমার আব্বু আম্মু এই রমজানে, ২১/২৩ তম রোজায় তার জন্য
ছাগল জবাই করে হাফেজ, ইমাম ও অন্যান্য কিছু মানুষ কে দাওয়াত দিয়ে খাওয়াবে, অর্থাৎ ইফতারি করাবে ও সালাত এর পর খাওয়াদাওয়া হবে। তার জন্য দুয়া ও খতম পড়ানোর জন্য।
এটা কি জায়েজ হবে?
এক্ষেত্রে শরীয়তের হুকুম কি?
এবং কি করা উচিত, আমার ছোট্ট ভাইটার জন্য কবরে সাওয়াব পাঠানোর জন্য।