আসসালমুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শায়েখ,প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন ভাইয়ের দেওয়া গিফট এইক্ষেত্রে হালাল হবে না।ভাই আমার জন্য এখন আরেকটি রূপার নূপুর নিয়ে এসেছে। আগের উপহারটি আমি বেবহার করিনি।কিন্তু এইবার মা আদেশ করেছেন নুপূরটি পড়ার জন্য।আরো বলেছেন এইটা যেনো না খুলি কখনো।
আমি কি করবো শায়েখ? এইটা কি আমি ব্যাবহার করতে পারবো এই নিয়তে যে ,পরে আমি এইটার সমমুল্য সদকাহ করে দিবো?
যখন এমন কোনো হারাম মালের সদকাহ করা হয় ,তখন সেইটার ক্রয়মূল্য হিসেবে দিতে হয়,নাকি যখন সদকাহ করা হয় তখনকার বাজারদর হিসেবে দিতে হয়?
সদকাহ এর পূর্বেই যদি আমার মউত হয় তাহলে কি হবে?