আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
আলহামদুলিল্লাহ,
আমি একটি অনলাইন প্রতিষ্ঠানে জব করি।আমাদের প্রডাক্টস হলো সোফা কভার (কাপরের তৈরি)। এই ছবিগুলো কালেক্ট করা হয়েছে পাইকারদের থেকে কখনো বা কোনো পেইজ থেকে।কখনো বা কোনো কাষ্টমার থেকে।
আমি নিজে যদি ব্যবসা করতে চাই, সেক্ষেত্রে আমি যেহেতু এখন এই প্রতিষ্ঠানে চাকুরিরত আছি, এখানের কালেক্টস করা সকল ছবিই আমার কাছে আছে।সেগুলো নিয়ে কি আমি ব্যবহার করতে পারবো নিজের ব্যবসার জন্য?মালিক পক্ষকে জানিয়েও নিতে পারতাম।তবে মালিক পক্ষ জানলে হয়তো বিষয়টা অন্যরকম হতে পারে, যেমন ফ্যাক্টরি বলে দিবে আমাকে প্রডাক্টস না দেয়ার জন্য,নতুবা আমার দিকে বিশেষ ভাবে নজর দিবে চাকুরি ছাড়া পর্যন্ত।তাই মালিক পক্ষকে কিছু জানাতে চাচ্ছি না।
আমি চাচ্ছি মালিক কে না জানিয়ে প্রডাক্টস এর ছবি গুলো নিয়ে, এই ছবিগুলোর ওপর কাজ করে আমার নিজের ব্যবসার জন্য ব্যবহার করবো।এতে কি মালিকের হক নষ্ট হবে?
উল্লেক্ষ্য যে, অনলাইনের ৭৫% ছবিই আমাদের কারো না কারো কাছ থেকে নিতে হয়।নিজের তোলা এত ছবি থাকে না।
মালিক যেখান থেকে প্রডাক্টস পাইকারি আনে সেখান থেকেই আমি প্রডাক্টস আনবো, প্রডাক্টস কোয়ালিটিও সেইম থাকবে।শুধু ছবিগুলো নিতে চাচ্ছি।ফ্যাক্টরিও আমাদেরকে প্রডাক্টস দিবে।যেহেতু তারা পাইকারি তে প্রডাক্টস দেয়।
এরুপ নেয়াটা কি জায়েজ হবে?
জাযাকুমুল্লাহ খইরান ওয়া আহসানুল জাযা
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।