আসসালামু আলাইকুম হুজুর। বিরক্ত করার জন্য প্রশ্নটা করছি না, দয়া করে বুঝার চেষ্টা করবেন। আমি কিছুদিন আগে একটা প্রশ্ন করেছিলাম যেটার উত্তর আপনি দিয়েছিলেন সমস্যা হবে অইদিনের বিবরন মতে,,, কিন্তু ঘটনাটা আপনাকে ফোনে বলার পর বলেছেন সমস্যা নাই,, তাহলে লিখিত প্রশ্ন টা করার কারণে কি আমার মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি হবে? নিচে আমি উল্লেখ করালাম কিভাবে লিখা হয়েছিল প্রশ্নটা,,
((##স্বামী রাগ করে একটি কেনায়া বাক্য বলার পর স্ত্রী বার বার জিজ্ঞেস করে সে সিরিয়াস কিছু মিন করেছে কিনা এজন্য সে রাগ করে বলে হ্যাঁ করেছি,, এতে সিরিয়াসের মিথ্যা স্বীকারোক্তি হবে আপনি বলেছিলেন
এরপর,,, স্ত্রী যদি স্বামীকে বলে, তুমি হ্যাঁ করেছি কেন বললা?আমিতো সিরিয়াস কিছু বলতে তালা*** কথা বুঝিয়েছিলাম। তারপর যদি স্বামী বলে, তুমি বার বার প্রশ্ন করে আমাকে বিরক্ত করেছ তাই বলেছিলাম "হ্যাঁ করেছি। " এইখানে তো স্বামী জানে স্ত্রী সিরিয়াস কিছু বলতে তালাকের কথা মিন করেছিল৷ এখন স্বামী জানার পর যদি উত্তর দিল সে বিরক্ত হয়ে, "" হ্যাঁ বলেছি/হ্যাঁ করেছি" বলেছে। এতে কি এই ঘটনায় তালাকের মিথ্যা স্বীকারোক্তি হবে??? তারা পূর্বের ঘটনা টা নিয়ে আলোচনা করছিল, আর এইখানে স্ত্রী তালাকের প্রশ্ন করেনি। তাও স্ত্রী যে বললো সে সিরিয়াস কিছু বলতে তালা*** কথা বুঝিয়েছিল এবং স্বামী যদি উত্তর দেয় সে বিরক্ত হয়ে উত্তর দিয়েছিল এতে কি মিথ্যা স্বীকারোক্তি হবে??)))
আসলে ওইদিন আপনাকে ঘটনা টা বুঝিয়ে বলতে পারিনি,, আমি ওইদিনের পর আমাদের মেসেজের কিছু স্ক্রিনশট পাই এবং দেখি এইভাবে কথা হয়নি। অন্য ভাবে হয়েছিল। স্বামী অন্য কথার পর উত্তর দিয়েছিল,,যে সে আগের বার বিরক্ত হয়ে বলেছিল হ্যাঁ করেছি। তাহলে উপরে যেভাবে প্রশ্ন করা হয়েছে এতে কি সমস্যা হবে??