আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তাজ।
আমার শ্বাশুড়ি "" অনেক কথা বলবে, খোজ খবর নিবে" এরকম বউ পছন্দ করেন। কিন্তু আমি, কথা কম বলা মেয়ে, বেশি বলতে গেলেই ছোট খাটো ফিতনা সৃষ্টি হয়। শ্বশুড়বাড়ির মানুষদের এক্সপেকটেশন বেড়ে যায় ( আমার প্রতি)। যা আমার জন্য কষ্টসাধ্য।
আমি দূরে থাকি, যদি তাদের পছন্দমতো প্রতিদিন খোজ খবর না নিলে তারা মনে কষ্ট পায়, তাহলে কি আমার গুনাহ হবে?
আমি এর আগেও অনেকবার একদম ভালোভাবে মিশতে গিয়েছিলাম, কিন্তু প্রতিবারই টুকটাক ঝামেলা হয়েছে।
আর দূর থেকে যদি সপ্তাহে ৩/৪ বার কথা বলে, তেমন গভীরে না গিয়ে শুধু শারীরিক অবস্থার খোজ খবর নেই, টুকটাক কথা বলে রেখে দেই, আর যদি উনারা এতে কষ্ট পান যে বউ এত কম ফোন দেয়,
তাহলে কি আমার গুনাহ হবে?
জাযাকাল্লাহু খইরন উস্তাজ।