আসসালামুয়ালাইকুম
আপনাদের কাছে এক বোনের প্রশ্ন ছিল তার স্বামী একজন হাফেজ হ‌ওয়া সত্তেও কিছু ভুল আকিদা ও বেদাতের মধ্যে আছে এই অবস্থায় তার কি করা উচিত তারা কি আলাদা হয়ে যাবে নাকি,,,সে তার স্বামীকে বোঝিয়ে যাচ্ছে ,,,আর আপদের থেকে ‌‌‌উত্তর পেয়ে তার মনটা অনেক শক্ত হয়েছে সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বুঝিয়ে যাবে ইনশাআল্লাহ একদিন তার স্বামী এবং স্বামীর পরিবারে সবাই আল্লাহ রহমত করলে হেদায়েত প্রাপ্ত হবে,,,,
কিছু কথা জানিয়ে প্রশ্নটি করছি,,, পরিবার কিন্তু বেদ্বীনি এটাও একটা কঠিন সময় তার জন্য ,,আর গুরুত্বপূর্ণ বিষয় হলো বোনটি তার স্বামীর সাথে যখন পরিচয় হয় তখন তারা গুনাহকে ভয় করতো জানেনি কিন্তু যখন তাদের মনে ভয়টা জাগছে তখন তারা হানাফী ইমামের মতটা গ্রহণ করে আগদ করে নেয়,,,, তার স্বামী এখনো পড়াশোনা করছে তাই তার পরিবারকে জানাতে পারছেনা,,,,
এখন প্রশ্ন হলো বোনেটির বড় বোন তার জন্য একটি দ্বীনদার ছেলের প্রস্তাব এনেছে,,,, এমনকি ছেলেটির পরিবার‌ও দ্বীনদার
এখন এ অবস্থায় বোনটি কি করবে বুঝতে পারছে না,,,সে মনে করছে এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ,,,,সে আল্লাহর সন্তুষ্টির জন্য আলাদা হতে চায়না বোনের আনা দ্বীনদার ছেলেটি যত‌ই দ্বীনদার হোক ,,,,, সে মনে করছে আল্লাহ ত বিবাহ বিচ্ছেদ অপছন্দ করেন তাই সে এটা করতে চাচ্ছে না সে মনে করে আল্লাহ যদি তার কপালে সুখ রাখে তাহলে তার স্বামী এবং স্বামীর পরিবারেকে আল্লাহ হেদায়েত দিয়ে দ্বীনের বুঝ দিবে ইনশাআল্লাহ ,,,, এখন আপনারা যদি একটু বলতেন বোনটির এখন কি করা উচিত