ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/11414 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
ঘুম থেকে উঠে কাপড়ে আর্দ্রতা দেখলে এর সর্বমোট ১৪ টি সূরত হতে পারে।
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।এবং স্বরণ না থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু আপনি বীর্য সম্পর্কে প্রায় নিশ্চিত, তাই এখন স্বপ্নদোষ স্বরণ না থাকলেও আপনার উপর গোসল ফরয হবে। গোসল করা অসম্ভব হলে আপনি তায়াম্মুম করে নিবেন।
(২)
ফরয গোসলের পরিবর্তে আপনি তায়াম্মুম দ্বারা পবিত্র হতে পারবেন।
(৩)
গাছের নীচে যদি এমন কোনো ফল পড়ে থাকে,যা মালিক কখনো বাধা দিবেনা,যেমন এক দুইটা বড়ই তাহলে এগুলো খাওয়ার রুখসত রয়েছে।তবে বেঁচে থাকাই সর্বোত্তম।আর দামি কোনো ফল যেমন কাঠাল ইত্যাদি, এগুলো নেওয়া যাবে না।
(৪)
জ্বী, ইকামতের জবাব প্রদাণও মুস্তাহাব।
(৫)
উক্ত রিক্সাওয়া মনে যদি কষ্ট পায়,তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন। আর আপনি ন্যায় থাকলে তার কাছে ক্ষমা চাইতে হবে না।