আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
১.স্বামী-স্ত্রী উভয়ের পরীক্ষা ছিল সামনে।স্বামী যদি হাস্যরসের ভঙ্গিমায় বলে,তুমি দেখো পরীক্ষায় রেজাল্ট খারাপ করবা।তখন স্ত্রী বলে,আমি যদি রেজাল্ট খারাপ করি,আপনার পরীক্ষায় ডিসটার্ব করবো,এটা মজার ছলে বলে।তখন স্বামী বলে যে,তুমি যদি আমার পরীক্ষায় ডিসটার্ব করো,তাহলে ডিভোর্স।
এরপর পরীক্ষার সময়,স্ত্রীর পরীক্ষারগুলো খারাপ হয়নি,ভালো হয়েছে। তবে,কোনো এক ঘটনায় স্ত্রীর মন খারাপ ছিল,কারণটা স্বামী জানতে চান।স্বামীকে বলতে গেলে তিনি রেগে যান কোনো কারণে,এবং তাতে মাথা গরম হওয়ার সেদিনের পড়ায় একটু বিঘ্ন ঘটে। তিনি বলেন যে,তুমি কি চাইতেছ লাস্ট পরীক্ষায় আমার সাথে ঝামেলা করে ডিভোর্স এর ওটা এনসিওর করতে।(যেমনটা মজা করে বলেছিল স্বামী যে ডিস্টার্ব করলে ডিভোর্স, তিনি নিজেও জানতে পারেন, মজা করে বলে ফেললেও হয়ে যায়,তাই জানান দিলেন স্ত্রীকে)
প্রশ্ন হলো,স্ত্রী তো ইচ্ছে করে গিয়ে ডিস্টার্ব করেনি।মন খারাপের কারণ ব্যাখ্যা করতে গেলে স্বামী রেগে গেছে।যেহেতু স্ত্রী বলেছিল আমার এক্সাম খারাপ হলে আপনাকে ডিস্টার্ব করবো।তখন স্বামী বলে ডিস্টার্ব করলে ডিভোর্স। এখানে স্ত্রীর এক্সাম খারাপও হয়নি,যার কারণে সে ডিস্টার্ব করতে যাবে।আদতেও করতো না কখনো।স্বামীর খারাপ চাইবে না। তাহলে কী এখানে ডিভোর্স পতিত হয়েছে?এবং কী করণীয়?