আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
অনেকদিন ধরে একটা মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান চলে যাবে,আবার দ্বীনের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করলেও ঈমান ভেঙ্গে যায়। আমার কোনো কিছু করতে গেলেই মনে হয় যে আমি এই বিষয়টাতে ঠাট্টা বিদ্রুপ করলাম অথবা বিদ্বেষ পোষণ করলাম অথচ এটাতো ইসলামের একটা বিষয়।
যেমন, আমাদের ক্লাসের একজন ব্যাচমেট নতুন করে ফরজ পর্দা শুরু করেছে, আগে বেপর্দা চলত, স্যার তখন চিনতে না পেরে বলেছিল তুমি কে? তখন ক্লাসের প্রায় সবাই হেসে উঠেছিল! আমি সর্বোচ্চ চেষ্টা করেছি না হাসার তারপরও আমার মনে হচ্ছিল আমি মনে হয় হেসে ফেলেছি, অথচ আমি হাসছি কিনা সেটা নিজেও বুঝতে পারিনি, তখন ক্লাসের মধ্যেই মনে মনে কালিমা পড়ছিলাম আর ভাবছিলাম যদি কাফির হয়ে যাই!
আরেকদিন আমার মা ঠাট্টার ছলে একটা জুব্বা পড়া ছেলের ছবি দেখে বলেছিল, এই ছেলে তো তোর বাবার চেয়েও বড় জুব্বা পড়ে! আমি তখন চেষ্টা করছিলাম না হাসার জন্য তারপরেও হেসে ফেলেছিলাম,!
ইসলামকে আমি মনে প্রাণে মেনে নিয়েছি,আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছি,আল্লাহর সব বিধি - বিধানকে শুনলাম এবং মেনে নিলাম, একরকমভাবে ইসলামকে আমি মানার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও এই বিষয়গুলার জন্য মনে হয় যে, আমার ঈমান ভেঙ্গে গেছে!
আমার প্রায় সময়ই এরকম হচ্ছে,দয়া করে আমাকে এই বিষয়টা থেকে বেড়িয়ে আসতে সাহায্য করুন,আমি বুঝতেছিনা আমার কি ঈমান চলে যাচ্ছে নাকি ঠিক আছে।