আসসালামুয়ালাইকুম ওস্তাজ,
১। আমার বিকাশের ব্যবসা আছে। এবং এক ব্যক্তির সাথে আমার বিকাশে বাকিতে লেনদেন হয়ে থাকে, অর্থ্যাৎ তিনি আমার কাছ থেকে বিভিন্ন ব্যক্তিকে টাকা পাঠান এবং আমার টাকাটি তিনি পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করেন।
২। মাঝেমধ্যে তিনি বাকিতে টাকা পাঠাতে চাইলে আমার বিকাশে ব্যালেন্স না থাকার কারণে টাকা পাঠাতে পারেন না। ফলে তিনি আমাকে নিমোক্ত প্রস্তাব দেন-
ক) গ্রাহক বলেনঃ আপনি আমাকে ঐ পরিমাণ টাকা ক্যাশ দিয়ে দেন যা আমি আপনার কাছ থেকে বাকিতে বিকাশ করতাম। এবং আমি আপনার টাকাটি ফেরৎ দেওয়ার সময় বিকাশে আপনার যা লাভ হত তা সহ ফেরৎ দিব।
খ) গ্রাহক বলেনঃ আপনার কাছ গৃহিত টাকাটি অন্য কোন মাধ্যম ব্যবহার করে আমার পাওনাদারকে পাঠাব।
৩। আমার প্রশ্ন হল, উল্লেখিত ১(ক) এর লেনদেনটি শরীয়তে দৃষ্টকোন থেকে বৈধ হবে কিনা ? এবং এটি কি সুদ হিসেবে গণ্য হবে কিনা?
জাজাকাল্লাহু খাইরান।
বিঃদ্রঃ প্রশ্নটি আমার মামার।