আসসালামু 'আলাইকুম ওয়ারহমাতুল্লাহী ওয়াবারকাতুহ।
আমার বয়স ১৮/১৯ হয়েছে। আমি বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করছি ভীষণভাবে। আমি হালাল ভাবে কাউকে নিজের জীবনসাথী হিসেবে পেতে চাই। আসলে একাকী অবস্থায় আমার খুব ভয় হয়,শয়তানের ফাদে পরে আমি বহুবার হস্তমৈথুনের মতো জঘন্য গুনাহে জড়িয়ে পরেছিলাম।বহুবার ফিরেও এসেছি তওবা করে।কিন্তু আমার খুব খুব ভয় হচ্ছে,নিজের উপর মাঝে মাঝে তো আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি,আবার কখন গুনাহে জড়িয়ে যাই। মাঝে মাঝে খুব একা ফিল হয়।ভীষণ কষ্ট হয়। আমি বিয়ে করতে চাই।
আমি আমার সব ব্যাপারে আমার রব্বের উপর তাওয়াক্কুল করে আছি। আল্লাহ আমার ব্যাপারে যে ফায়সালা করবেন আমি তাতেই সন্তুষ্ট।
শাইখ, সম্প্রতি আমার জন্য একটি বিয়ের প্রস্তাব এসেছে।ছেলে ও তার পরিবার মাশাল্লাহ দ্বীনদার। তারা আমার ব্যপারে আগ্রহী। আমার আম্মু এই বিয়েতে রাজি।
কিন্তু সমস্যা হয়েছে আমার আব্বু ও দাদুকে নিয়ে।
আমার আব্বু, আমার আম্মু, ছোট বোন ও আমায় বিদেশে নিয়ে যেতে চাচ্ছেন। তারা বলছে এখন পাসপোর্ট হয়ে গেছে,সেখানে আমি অবিবাহিত উল্লেখ আছে।এখন বিয়ে হলে আমি নাকি বিদেশে যেতে পারবো না। আমায় বিদেশে নিয়ে তারা বিয়ে দিবে মোবাইল কলে এমনটা নিয়ত করেছে। উল্লেখ্য যে,বিদেশে কবে যাব, সেটা এখনো ফাইনাল হয় নাই, ঠিক হয় নাই ডেট। তারা বলে,আল্লাহ চাইলে এর চেয়ে ও আরো ভালো ফ্যামিলি আসবে।ওই দেশে আগে যাক, তারপর বিয়ের ব্যাপারে ভাববো। কত দ্বীনদার ছেলে আসবে আরো। এখন এখানে বাদ দে।
শাইখ,
আমি বিদেশে যেতে চাই ও না। আমি বলেছিনা,একা একা আমি গুনাহে জড়িয়ে পড়ার আশংকা করছি।এই অবস্থায় বিদেশে যাওয়া সেইফ ফিল করছিনা।আমি তো আমার পরিবার কে সব সমস্যা খুলে বলতেও পারছিনা। এমন কেউ নেই যে যাকে আমি আমার সমস্যা খুলে বলবো।
আমি তবুও নানা ভাবে তাদের বুঝিয়েছি, যে আমি বিয়ে করতে চাই। কিন্তু তারা কেবল তাদের স্বার্থ দেখছে, আমায় বিদেশে নিয়ে গিয়ে বিয়ে দিতে চাচ্ছে যেখানে বিদেশে কবে যাব সেই নিশ্চয়তাটুকু ও নাই।
শাইখ, আপনার নিকট আমি জানতে চাই
★ আল্লাহর উপর তাওয়াক্কুল করে,আমি কি আমার বাবা দাদুর সাথে আপোষ করে বিয়ের সিদ্ধান্ত বাদ দিব? আব্বুর কথা মতোন বিদেশে যাবার সিদ্ধান্ত নিব। আব্বুর আকাংখাকে নিজের উপর প্রাধান্য দিব?
★ নাকি আল্লাহর ফায়সালার উপর পূর্ণ আস্থা রেখে,এখানে বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবো এবং যথাসম্ভব চেষ্টা করবো। বিদেশে যেতে অস্বীকার করবো,এবং আল্লাহ যদি চান,তাহলেই কেবল এখানে বিয়ে হবে।
আমার সবদিক বিবেচনায় কি করা উচিৎ??? আব্বু কে তো আর খুলে নিজের সমস্যার কথা বলতে পারিনা।লজ্জা হয়।
আব্বু যা করছে,এতে তো আব্বু গুনাহগার হচ্ছেন।আব্বু কে কিভাবে বুঝাই।
শাইখ,আমায় দ্বীনি ছোট বোন হিসেবে শরীয়ত এর দৃষ্টিকোণ থেকে একটা পরামর্শ দিন প্লিজ। যাতে আল্লাহ ও আমার উপর নারাজ না হবেন।ইনশাআল্লাহ ।