আসসালামু আলাইকুম,
আমি কমপ্লিট স্যুট ভাড়া দেই বা বিক্রি করি। এই স্যুট গুলা পুরাতন। কাস্টোমারদেরকে বলা হয়েছে যে এইগুলা পুরাতন এবং
খুব ভালো মানেন না।
এখন কোনো এক গরিব ক্রেতা আমার কাছ থেকে স্যুট কিনে বড়লোকের মত ভাব করতে থাকল।
সবাই ভাবল বড়লোক , আসলে সে বড়লোক না। সে বড়লোক সেজে মানুষের টাকা ধার নিয়ে সেই টাকা ফেরত দিল না
এবং তাদের ধোকা দিতে থাকল। কমপ্লিট স্যুট পরা দেখে একটা মেয়ে ভাবল সে বড়লোক তাই মেয়েটি তাকে বিয়ে করল।
কিন্তু মেয়েটি প্রতারিত হয়েছে, ধোকার স্বীকার হয়েছে। কারণ ওই লোকটি আসলে বড়োলোক না।
আমার কাছ থেকে স্যুট কিনে সে বড়লোকের অভিনয় করে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, এতে কি আমার গুনাহ হবে?
বা আমার উক্ত স্যুট বিক্রি করা বা ভাড়া দেওয়ার উপার্জন/টাকা কি হালাল হবে?