শাইখ,
১|পণ্য বিক্রি সময় যদি উভয়ের সম্মতি থাকে,তাহলে একটু দাম দিয়ে বিক্রি করলে ও এখানে জুলুম কিভাবে হবে?
২|আমি কিভাবে বুঝবো যে এখানে জুলুম করা হলো,ধরুন ৫০ টাকার পণ্য উভয়ে সম্মতিতে বিক্রি করা হলো,যদি এই বিক্রিতে জুলুম থাকে ও তবে কোন কারণে এখানে জুলুম করা হলো,আমি কিভাবে জুলুমটা ধরতে পারবো?
৩|উভয়ের সম্মতি থাকলে তো এখানে আর জুলুমের স্হান থাকে না,তবে কেন বলা হয় (ইজার-কবুল)পাওয়া গেলে ও জুলুমের গুণাহ হবেই?