আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহী ওয়াবারকাতুহ।
দ্বীনি সুরতে আসা শয়তানের ধোকা চিনতে বা বুঝতে না পেরে আমি অনলাইন এ একজন দ্বীনি ভাইয়ের সাথে কথা বলতাম।চ্যাটিং হতো আমাদের।শুরুতে দ্বীনি আলোচনা, ধীরে অপ্রয়োজনীয় কথা বার্তা। ওই ভাই ক্বওমি মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্র। ক্বওমি মাদ্রাসার প্রতি আমার অন্যরকম শ্রদ্ধা ও ভালোবাসা আছে,সেখান থেকে ওই ভাইয়ের প্রতি আগ্রহ। আমি ওই ছেলের সাথে কথা বলতাম ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে খুব ভয় ও পেতাম।বহুবার এমন হয়েছে,আমরা আল্লাহর ভয়ে পরস্পর কথা বলা থেকে বিরত ছিলাম,কিছু মাস পরে পূনরায় আবার দুজনের মাঝে কথা হতো। একটা সময় তিনি জানান,তিনি আমায় পছন্দ করেন আর আমার উনাকে খুব পছন্দ।
এরপর আমরা কঠিনভাবে সিদ্ধান্ত নেই,আর কোনোদিন একে অন্যের সাথে যোগাযোগ করবো না হারামভাবে ইনশাআল্লাহ। আমরা দুজন দুজনকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব।যদি আমার রব্ব আমাদের উভয় কে উভয়ের জন্য কল্যাণকর মনে করেন তাহলে আমাদের বিয়ে সহজ করবেন এবং হালাল একটি বন্ধনে জড়িয়েই আমরা সম্পর্ক রাখবো।এছাড়া আর কেউ কাউকে কখনো নক দিবো না,যোগাযোগ এর চেষ্টা করবো না।আমি তাকে বলি,যদি কখনো আমায় বিয়ের করার ব্যাপারে প্রস্তুত হোন সব দিক থেকে সেদিন আমায় জানাবেন।আল্লাহ চান তো,আমাদের বিয়ে হবে।আবার কথা হবে,হালালভাবে।
ব্যস,প্রায় ৩মাস আমি ওই ভাইয়ের সাথে কোনো যোগাযোগ করিনি,উনিও করেন নি।
আমাদের কৃত ভূল কাজের জন্য লজ্জিত, অনুতপ্ত এবং ক্ষমা চাচ্ছি আল্লাহর নিকট। আমি স্বীকার করছি, যা করেছি,ঠিক করিনি।
সবসময় শুধু আল্লহ কে বলি,
যদি মানুষ টার মাঝে আমার জন্য সবদিক থেকে কল্যাণ থাকে এবং আমার মাঝে তার জন্য,তাহলে উনার সাথে বিয়ে সহজ করুন।অন্যথায়,আমার হৃদয় থেকে উনার প্রতি উদিত অনুভূতি দূর করুন।উনার ফেতনা থেকে আমায় এবং আমার ফিতনা থেকে উনাকে খুব দূরে রাখুন।আর যেখানে কল্যান সেখানেই কবুল করুন।
উল্লেখ্য যে,আমি মনে মনে চাই, লোকটার সাথে আমার বিয়ে হোক।কিন্তু আমি আমার চাওয়ার উপর আল্লাহর ফায়সালাকেই প্রাধান্য দিতে চাই।আর উনার ব্যাপারে আল্লাহর ফায়সালার ই অপেক্ষায় আছি।
শাইখ,বর্তমানে বাসায় আমার বিয়ের কথা হচ্ছে।একজন ছেলে,নতুন দ্বীনে ফিরেছেন ওই ভাই,দ্বীন প্র্যাক্টিস করার চেষ্টা করে যাচ্ছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট, বিয়ের জন্য দ্বীনদার মেয়ে চাচ্ছেন।ওই ছেলের মা আমার মায়ের কলিগ। আমি যদি ছেলে কে পছন্দ করে নিজের পজিটিভ মতামত জানাই, তাহলে আল্লাহ চান তো এখানে বিয়ে দিতে মা আপত্তি করবেন না।
শাইখ,আমি ভীষণ দ্বিধাদ্বন্দে আছি,
আমি কি সিদ্ধান্ত নিবো?
মাদ্রাসার ওই ভাইয়ের ব্যাপারে আল্লাহর ফায়সালা কি কিভাবে বুঝবো? এদিকে বাসায় যে পাত্র এসেছে, তার ব্যাপারে কি মতামত জানাবো?
মাদ্রাসার ওই ভাই আমায় কিছু জানান নি। আমার সাথে যোগাযোগ ও করেন নি আর। আমি কি আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষা করবো বলে,ওই মাদ্রাসার ভাইয়ের সিদ্ধান্তের অপেক্ষায় বাসায় আসা প্রস্তাব টি ফিরিয়ে দিব?
নাকি বাসায় আসা প্রস্তাব এ সবকিছু ঠিকঠাক মনে হলে,এখানেই বিয়ের সিদ্ধান্ত নিব? কিন্তু শাইখ, বাসায় প্রস্তাব আসা ছেলেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমার খুব অপরাধবোধ কাজ করছে।আমি তো মনে মনে অন্য একজন কে চেয়েছি। তিনি তো আমার চেয়ে ও ভালো কোনো মেয়ে ডিজার্ভ করেন।আমার সাথে বিয়ে হলে যে তিনি ঠকে যাবেন।এসব ভেবেও আমি খুব অসহায় ফিল করছি।
আমার কি করনীয় বুঝতে পারছিনা।
এই ব্যাপারে পরামর্শ দেয়ার মতো কেউ নেই আমার,তাই আল্লাহর ভরসায় আইফতোয়ায় বিস্তারিত জানাই,যাতে সম্মানিত মুফতি সাহেব, ছোট বোন ভেবে আমায় একটা কোনো পরামর্শ দেন,ইসলামীক দৃষ্টিকোণ থেকে।
জাযাকাল্লাহু খয়েরাহ।