আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
146 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (87 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আমার কিছু প্রশ্ন ছিল জানার দয়া করে উত্তর দিয়ে উপকৃত করবেন।
১/ দ্বীন এর ব্যপারে জবরদস্তি নেই এর দ্বারা কি বুঝায়? কাওকে কোনো কিছু মানাতে জোর করা যাবে না যদি সে নিজ সন্তান কিংবা অধঃস্তন হয়??
২/ স্বামী কি স্ত্রী কে পর্দার ব্যাপারে কিংবা দ্বীন পালনের  জোর করতে পারবে?
৩/ মা বাবা সন্তান কে কত বছর পর্যন্ত কি কি বিষইয়ে জোর করতে পারবে?
৪/ একজন ইসলামিক রাষ্ট্রের প্রধান জনগণ কে কি কোনো ব্যপারে জোর করতে পারবে?
৫/ ইসলামি রাষ্ট্রের পরিচালনার অর্থ কোথা থেকে আসবে যেহেতু ট্যাক্স হারাম?
৬/ ইসলামি রাষ্ট্রে অমুসলিম দের জন্য আইন কেমন হয়?
৭/ তর্ক করা কি জায়েজ? কোন কোন ক্ষেত্রে কাদের জন্য এতা জায়েজ দয়া করে জানাবেন।
৮/ কুরানের আয়াত এর ব্যাখ্যা তে কি মত পার্থক্য দেখা যায় আলিমগণ এর মধ্যে?
৯/ কতটুকু মতপার্থক্য থাকলে গ্রহণযোগ্য হবে(আজকাল অনেকেই অনেক ভাবে ব্যাখ্যা করে অনেক কিছু অনেকেই ইসলাম কে সহজ করার নামে অন্য মাত্রায় নিয়ে যায় আবার অনেকের মতে অনেকে অনেক কঠোর তাই জানতে চাচ্ছিলাম)

জাজাকাল্লাহু খইরন...।

1 Answer

0 votes
by (597,330 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
দ্বীনের ব্যাপারে কোনো জোরজবরদস্তি নাই। এর অর্থ হল, জুলুম নির্যাতন বা ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানানো যাবে না। তবে নিজ অধিনস্ত মুসলিমদের ভয় দেখিয়ে আ'মলে নিয়ে আসতে কোনো বাধাবিপত্তি নেই।
বিদায় হজের ঐতিহাসিক ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, «فَاتَّقُوا اللهَ فِي النِّسَاءِ، فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللهِ، وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللهِ، وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ، فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ، وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ»
তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহর তাকওয়া অবলম্বন কর। কেননা আল্লাহর আমানতে তোমরা তাদেরকে গ্রহণ করেছ। আল্লাহর বাণী সাক্ষী রেখে তোমরা তাদের সাথে সহবাস করা বৈধ করেছো। তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে, তারা তোমাদের গৃহে এমন লোককে প্রবেশ করতে দিবে না যাকে তোমরা পছন্দ কর না। কিন্তু তারা যদি নির্দেশ লঙ্ঘন করে এরূপ করে ফেলে তবে, তাদেরকে প্রহার কর। কিন্তু প্রহার যেন কঠিন ও কষ্টদায়ক না হয়। তোমাদের উপর তাদের অধিকার হচ্ছে, তোমরা সঠিকভাবে নিয়ম মাফিক তাদের খানা-পিনা ও কাপড়ের ব্যবস্থা করবে। [মুসলিম, হাদীস নং ১২১৮।]

(২)
জ্বী, স্বামী দ্বীন পালনের জন্য জোড় করতে পারবে।

(৩)
মাতাপিতা তার সন্তানকে সদাসর্বদাই দ্বীন পালনের জন্য জোড় করতে পারবে।

(৪)
জ্বী, আ'মলের জন্য জোড় করতে পারবে।তবে জোড় করে মুসলমান বানানো যাবে না।

(৫)
কে বলেছে ট্যাক্স হারাম। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/700

(৬)
আইনের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সবাই সমান।সবাই সমান সুযোগসুবিধা পাবে। হ্যা,মুসলমান উশর দিবে।আর অমুসলিম খারাজ দিবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/6219

(৭)
হককে উজ্জিবীত রাখতে, এবং নিজ অধিকারকে অক্ষুণ্ণ রাখতে তর্ক করা জায়েয।

(৮)
জ্বী, মতপার্থক্য দেখা যায়।

(৯)
কুরআন সুন্নাহ ও ফিকহের মূলনীতির আলোকে ইজতেহাদ করতে হবে।মনগড়া ইজতেহাদ করলে বা মতপার্থক্য করলে তা গ্রহণযোগ্য হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...