আসসালামু আলাইকুম,
আমাদের মসজিদের ঈমাম সাহেব বলেন, ফরয নামাজের পরে যদি সুন্নাত নামাজ থাকে (যেমন মাগরিবের নামাজ) তাহলে ফরয নামাজের পরে সুবাহান-আল্লাহ (৩৩ বার), আলহামদুলিল্লাহ্ (৩৩ বার), আল্লাহু আকবার (৩৩ বার) এই তাসবি পড়ে সময় নস্ট না করে সুন্নাত পরা উচিত । কেননা সুন্নত নামাজ তারাতারি পড়া উত্তম। বেশি আমল করা উচিৎ না।
এবং আয়তুল কুরছি আল্লাহু আকবার (১ বার), আস্তাগফিরুল্লা, আস্তাগফিরুল্লা, আস্তাগফিরুল্লা (৩ বার), আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবা-রাকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম (১ বার) এইগুলা পরে পড়া উচিৎ।
।
আর ফরয নামাজের পর সুন্নত নামাজ না থাকলে তাসবিহ গুলো পড়া উচিৎ।
প্রশ্ন-১ঃ এই কথাটা কি সঠিক?
আর নবি (সঃ) কি ফরয নামাজের পর সুন্নাত নামাজ থাকলে (যেমন মাগরিবের নামাজ) তখন তাসবিহ পড়েন নি?
প্রশ্ন-২ঃ এই দোয়া পড়ার কি কোনো সিরিয়াল আছে? দোয়া পড়লে কোনটা আগে পড়তে হবে আয়তুল কুরছি নাকি আল্লাহু আকবার (১ বার), আস্তাগফিরুল্লা, আস্তাগফিরুল্লা, আস্তাগফিরুল্লা (৩ বার)? নাকি যেকোনো একটা আগে পড়লেই হবে?