ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সম্ভবত ল্যাপটপটি আপনার নয়।আপনি অন্য কারো ল্যপটপ ব্যবহার করে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। আপনি খোঁজ নিয়ে দেখুন, ঐ ব্যক্তি ল্যাপটপটিকে হালাল টাকা দ্বারা ক্রয় করেছে না হারাম টাকা দ্বারা ক্রয় করেছে।যদি দেখা যায় যে, ঐ ব্যক্তি হারাম টাকা দ্বারা ক্রয় করেছে, তাহলে এমন ল্যাপটপ ব্যবহার করা কখনো জায়েয হবে না।তার জন্যও জায়েয হবে না এবং আপনার জন্যও জায়েয হবে না।
https://www.ifatwa.info/20571 নং ফাতাওয়ায় বলেছি যে,
হারাম মূল দ্বারা যদি কেউ হালাল উপায়ে কিছু উপার্জন করে, যে উপার্জনের তার শ্রমও থাকবে, এখানে মূলধন হারাম থাকার কারণে ঐ ব্যক্তির উপার্জন হারাম হবে না। বরং হালালই থাকবে। কেননা এখানে তার হালাল শ্রম রয়েছে। এবং পদ্ধতিও হালাল ছিল। হ্যা, তার উপর ওয়াজিব,সে ঐ হারাম মালকে ব্যবহার না করা।