আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
১। ওস্তাদ কালকে আমি আমার অনলাইন এর ব্যবসায়ের জন্য এক দোকান থেকে সুরমা কিনছিলাম, ওনাদের জিজ্ঞাসা করছিলাম এইটা তে কোন ভেজাল আছে কিনা, ওনারা বললো ভেজাল নাই কোন, এজন্য আমি আমার পেইজ এর পোস্ট এ দিয়েছি যে ১০০% পিউর ন্যাচারাল সুরমা সেল হবে, এখন এর কারণে কি আমি গুনাহগার হবো, আর এর কারণে কি এই সুরমা সেল এর টাকা টা কি হালাল হবে??
* আমি ওনাদের কথা বিশ্বাস করে এই রকম সেল দিছি।
একটু জানাবেন কষ্ট করে।