একদিন ফজরের নামাজের ওয়াক্তের পুরো সময়টুকুই বায়ু নির্গতের কারনে আমার ওযু ভংগ হচ্ছিলো, এরপর থেকে নিজেকে মাযুর ভাবি। অন্য ওয়াক্তের সালাতের সময় একবার বায়ু নির্গত হলো এবং পরে আর না হলেও আমি ওযু করি না
আবার কখনো সালাতে সময় একবারও ওযু ভাংগে না,,,,
আবার চেক করতে গেলেও আমি বুঝি না যে আমক মাযুর নাকি
এক্ষেত্রে সমাধান কি?
আওয়াল ওয়াক্তে সালাত আদায় বলতে আজানের কতক্ষনের মধ্যে সালাতে দাড়ানো বুঝায়?