আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা। কস্ট করে উত্তর দিয়েন সবগুলো পড়ে
আমি একজন মহিলা।আমার আর আমার স্বামীর বিয়ে ১ম এ আমার বাসায় মা মেনে নেই নি।তহ ওই কথাগুলো কাল স্বামী আমাকে বলতেছিল। ফোনে এবং মেসেজে কথা হয় আমাদের।আমি এখনও বাপের বাড়িতে থাকি।তহ কথা যখন উঠল তখন স্বামী বলতেছিল "না মানলে তুমার আব্বু আমি তোমাকে ছেড়ে দিতাম নাকি? তুলে নিয়ে আসতাম আমার বউ"।তারপর আরো কিছু কথা হয় তখন বলতেছিল" তুমার সাথে আমার সম্পর্ক অনেকদিনের।যদি এতটুকুতে তুমাকে অন্য কোথাও বিয়ে দেয় দুই দিন রাখবে না তুমাকে গ্যারান্টি নাও"।এটা একটা কথার কথা বুঝানোর জন্য বলেছে কোন আমাকে ছেড়ে দিবে এইরকম না।এইরকম বুঝানোর দ্বারা কি তালাক হবে?হুজুর আমার স্বামী আমাকে তালাকের অধিকার দিছে।সেটা নিয়ে আমার খুব চিন্তা হয়।"মনে মনে নিজের নফসকে তালাক দিলে কি তালাক হবে"এটা গুগলে সার্চ দিয়েছি।তখন থেকে ভয় আরো বেশি হচ্ছে।আমি এই চিন্তা আসলে সহ না না করি।মাঝে মাঝে স্বামীর সাথে আর সংসার করব না ভাবতাম।কিন্তুু নফসকে তালাক দি নি।স্বামীর সাথে মেসেজে কথা হয় মাঝে মাঝে রাগ করে বা ঝগড়া করে বা না ফেলে মেসেজে bye বলে মেসেজ দেই না।আবার মাঝে মাঝে রাখ তহ মেসেজ দিবে না আর/ আর কোনদিন/কথা বলিও না আর,, বেশি রাগ উঠলে / আমি তালাক চাইলে এমন বলত বলে মনে হচ্ছে।ঠিকি পরে মেসেজ দিত কিছুক্ষণ পর বা ১- ২ ঘন্টা পর।কিন্তু তালাক দেইনি কোনদিন।এগুলো কি কেনায়া বাক্য?এসব কিছু দ্বারা কি তালাক হবে?এসব নিয়ে মারাত্বক চিন্তায় আমি।আরো কিছু কথাঃ
হুজুর আমাদের আগে প্রায় সময়,মনমালিন্যে ঝগড়া হত।তখন কেনায়া তালাকের কথা বললেও কি কি বলেছে আমার মনে নেই। স্বামীর ও মনে নেই।মাঝে মাঝে একটু একটু মনে পড়ে।কিন্তুু এর পর কি বলেছে,তালাকের মজলিস ছিল কিনা মনে পড়ে না।একদিনের কথা অন্যদিনের কথার সাথে গুলিয়ে যায়।আমি ভয়ে কিছু করতেও পারতেছি না।বুঝতেছি না কথাগুলো কি স্পষ্ট মনে পরতেছে নাকি আমার চিন্তাধারনা। এ অবস্হায় করণীয় কি? আজ পাশের বাড়িতে বউ তালাক খুজেছে স্বামীও বলতেছে যা।আমি শুনে ভয়,পাচ্ছি। আমিও আগে চাইতাম।স্বামী কি বলত মনে নেই স্পষ্ট।যত চাই ভুলে যেতে তত বিষয়টা আমার ঘুম কেড়ে নিচ্ছে। কিছুতেই ভুলতে পারতেছি না তালাকের ব্যপার টা।আমার সব কথা গুলিয়ে যায়।একদিনের কথার সাথে অন্যদিনের কথার।একটা স্বাভাবিক কথা নিয়েও মনে হয় এই কথার সময় কেনায়া বাক্য বলেছিল কিনা। বুঝতেছি না আমার কি স্পষ্ট মনে পড়ে নাকি পড়ে না।কি করব আমি?আমি পুরো পাগলের মত হয়ে যায় বিষয়টা নিয়ে।ভাবি যদি আমার কথা গুলো স্পষ্ট মনে পড়ে কিনা বুঝতেছি না কি জবাব দিব আল্লাহ কে।আমি কোথাও শান্তি পাচ্ছি না।বার বার মনে হচ্ছে আমার সংংসার বৈধ নাই।স্বামীকেও বলতে পারি না।ওনি না বলতে বলেছেন এই বিষয়ে কথা বার বার জিগ্যেস করেছি তাই।কি করব আমি?ভয়ে আমি কিছুই করতে পারতেছি না।মোবাইলে মেসেজে কথা হয় তহ।রাগ করে যদি রাখ,bye, মেসেজ দিও না আর, চলে যাব,চলে যাচ্ছি এসব বললে সহ ভয় লাগে।কি করব বুঝতেছি না