বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/6410 নং ফাতাওয়ায় বলেছি যে,
ওজুর আদাব বা মুস্তাহাব নিয়ম-পদ্ধতি হচ্ছে।
(১)উচু স্থানে বসা।
(২)ক্বিবলা দিক করে বসা।
(৩)অন্যর কাছ থেকে কোনো প্রকার সাহায্য গ্রহণ না করা।
(৪)দুনিয়াবী কথাবার্তা না বলা।
(৫)অন্তরের নিয়্যাত ও মুখের উচ্ছারণের মধ্যে সমন্বয় সাধন রাখা।
(৬)ওজু করার সময় হাদীসে বর্ণিত দু'আ সমূহ পড়া।
(৭)প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ পড়া।
(৮)দুই কানের ছিদ্রে কনিষ্টা আঙ্গুল প্রবিষ্ট করা।
(৯)ঢিলা আংটি নাড়া।
(১০)ডান হাত দ্বারা কুলি করা ও নাকে পানি দেওয়া।
(১১)বাম হাতে নাক পরিস্কার করা।
(১২)মাযূর নয় এমন লোকের ওয়াক্তের পূর্বে ওজু করা।
(১৩)ওজুর পর কালেমায়ে শাহাদত পড়া।
(১৪)ওজুর পর বদনায় বেঁচে থাকা পানি থেকে কিছু পানি পান করা।এবং দু'আ পড়াঃ
اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين".
উচ্ছাঃ-আল্লাহুম্মা ইজ আলনি মিনাততাওয়াবিনা ওয়াজ আলনি মিনাল মুতাতাহহিরিন।
অর্থ- হে আল্লাহ! আমাকে ক্ষমাপ্রার্থীদের অন্তর্ভুক্ত করুন,এবং আমাকে পবিত্রদের মধ্যে শামিল করুন।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) আপনার অজু হয়েছে।
(২) যেভাবে সম্ভব সেভাবেই ভিজাবেন।বেশ পানি হলে, তাতে হাত ডুবিয়ে দিবেন।নতুবা ঢেলে ঢেলে ভিজাবেন।