ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/2221 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
নারীদের জন্য আতর/খোশবু ব্যবহার করে বাহিরে যাওয়া বা গায়রে মাহরাম পুরুষের সামনে যাওয়া নিষিদ্ধ। কেননা রাসূলুল্লাহ সাঃ বলেন,
( أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَةٌ )
যে মহিলা আতর সেবন করে কোনো গোত্র বা দলের পাশ দিয়ে অতিক্রম করবে,যাতে করে লোকজন তার খোশবুর সুঘ্রাণ পায়,তাহলে ঐ মহিলা ব্যভিচারিণী হিসেবে গণ্য হবে।(মুসনাদে আমহদ-১৯২১২,সুনানু নাসাঈ-৫১২৬)
সুগন্ধি ব্যবহার করে ঘরের বাহিরে যাওয়া নিষিদ্ধ।বিশেষ করে গায়রে মাহরাম পুরুষের সামনে যাওয়া আরো চরম পর্যায়ের নিষিদ্ধ। নিজ ঘরের মাহরাম পুরুষদের সামনে যাওয়া নিষিদ্ধ নয়।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
হ্যান্ড স্যানিটাইজারে সুগন্ধি থাকলে, তা মেয়েদের জন্য নাজায়েয নয়।তবে ঘরের বাহিরে এমন সুগন্ধি ব্যবহার করে নারীদের জন্য যাতায়ত না করাটাই উত্তম বলে বিবেচিত হবে।
(২)
যদি কামভাব সহকারে কেউ পুরুষ বক্তাকে না দেখে, তাহলে তার গোনাহ হবে না।
(৩)
অমুসলিমের সাথে বাহ্যিক ভালো সম্পর্ক রাখা যাবে।তাদের সাথে আন্তরিক সম্পর্ক রাখা যাবে না।
(৪)
ভোট না দিলে গোনাহ হবে না। তবে প্রার্থী যোগ্য হলে তাকে ভোট দিয়ে দেয়াই উচিৎ।
(৫)
২৫ কিলোমিটারের অধিক কোনো নারী একাকি সফর করতে পারবে না।হ্যা বিশেষ জরুরত হলে, তখন নেককার মহিলাদের সাথে যাতায়তের অনুমোদন কিছু সংখ্যক ফুকাহায়ে কেরাম দিয়ে থাকেন।
২৫ কিলোমিটারের কম হলে, এবং রাস্তা নিরাপদ হলে, ফুকাহায়ে কেরাম একাকি চলাচলের অনুমোদন দিয়ে থাকেন।