আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
229 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (45 points)
আসসালামু আলাইকুম

এক মহিলা হঠাৎ করে ৫-৬ মাস যাবত স্বামী ও শাশুড়িকে সহ্য করতে পারছেনা। স্বামী কাছে আসলেও তার অসহ্য লাগে। সে গত সপ্তাহে স্বপ্নে দেখে এক মহিলা তার স্বামী ও শ্বাশুড়িকে অনেক খাবার বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। এবং জায়গাটা অন্ধকার।

এরপর তার ঘুম ভেঙে যায়। স্বপ্নের ব্যাখ্যা টা জানতে চাই। ঐ মহিলা খুব পারিবারিক সমস্যায় ভুগছে। তাদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। বিবাহিত জীবনের ৭ বছরে আগে কখনো এমন হয়নি উনার।

1 Answer

0 votes
by (590,550 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)

ইবনে সিরীন রাহ বলেন,
إذا رأت زوجة في منامها أن زوجها يُعاشر امرأة أخرى وكانت هذه المرأة غير معروفة لصاحبة الرؤية، فهذا يدل على أن زوجها يُحبها ويُحسن عشرتها ومُخلص لها،
যদি স্ত্রী স্বপ্ন দেখে যে,তার স্বামীর সাথে অপরিচিত কোনো মহিলা জীবনযাপন করছে,বা উত্তম আচড়ণ করছে,তাহলে এর অর্থ হলো,স্বপ্ন দেখনেওয়ালা স্ত্রীর সাথে উক্ত স্বামীর সম্পর্ক আরো মধুর হবে।(তাফসীরে আহলাম-ইবনে সিরীন-স্ত্রী অধ্যায় দ্রষ্টব্য)


সুতরাং আপনার উচিত,শুকরিয়া হিসেবে, দৈনিক পাঁচ ওয়াক্ত নামায সহ যাবতীয় ইবাদত উত্তরূপে আদায় করা।এবং স্বামী ও শাশুড়ীর সাথে সর্বোত্তম আচরণ করা।এবং সামর্থ্যানুযায়ী সদকাহ করা।আল্লাহ আপনার সহায় হোক।



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...