জবাবঃ-
আল্লাহ তা'আলা পৃথিবীর সমস্ত বস্তুকে মানুষের ফায়দার জন্য সৃষ্টি করেছেন।ফায়দা গ্রহণের কিছু দিকনির্দেশনা দিয়ে যৎসামান্য বস্তুকে হারাম ঘোষনা করেছেন।তাছাড়া অবশিষ্ট বস্তু গুলোকে হালাল ও বৈধ বলেছেন।
আল্লাহ তা'আলা বলেন,
هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الأَرْضِ جَمِيعاً ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاء فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
তিনিই সে সত্ত্বা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমীনে রয়েছে সে সমস্ত। তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুতঃ তিনি তৈরী করেছেন সাত আসমান। আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত।(সূরা বাকারা-২৯)
وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لَّقَوْمٍ يَتَفَكَّرُونَ
এবং আয়ত্ত্বাধীন করে দিয়েছেন তোমাদের, যা আছে নভোমন্ডলে ও যা আছে ভূমন্ডলে; তাঁর পক্ষ থেকে। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে।(সূরা আল-জাসিয়া-১৩)
বনসাই কি?
উইকিপেডিয়ার ব্যখ্যা মত বনসাই হল,
বনসাই "ট্রের মধ্যে ফলানো" শক্ত কাণ্ড রয়েছে এমন গাছের খর্বাকৃতি করার শিল্পকে বনসাই বলা হয়। শক্ত কাণ্ড বিশিষ্ট গাছকে নান্দনিক ভাবে ক্ষর্বাকৃতি করার যে শিল্প।গাছের গড়ন নির্ণয় থেকে শুরু করে তাতে পানি দেয়া তথা বাঁচিয়ে রাখা এবং যে পাত্রে বা টবে তা চাষ করা হয় তা নির্ধারণ এবং প্রতিস্থাপন সবই এর অন্তর্ভুক্ত।
অর্থাৎ বনসাই হল,বড় আকৃতির কোনো গাছকে প্রকৃয়ার মাধ্যমে খর্বাকৃতি করা।
এর হুকুম সম্পর্কে বলা যায় যে,যেহেতু এটাকে কোনো প্রকার ইবাদত হিসেবে করা হচ্ছে না।বরং সুন্দর্য গ্রহণের নিমিত্তে করা হচ্ছে,তাই তাতে নাজায়েয বলার জন্য আপাতত কোনো কারণে সামনে দৃষ্টিগোচর হচ্ছে না।বিধায় এতে কোনো গোনাহ হবে না।আল্লাহ-ই ভালো জানেন।