আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আমি গতকাল ফজরের সালাতের পর যখন আবার ঘুমাই তখন স্বপ্ন দেখি, আমার ২টা জমজ বাচ্চা হয়েছে,যাদের একজনকে আমি লালন পালন করছি আর আরেকজনকে আমার আম্মু, আর আমার চাচাতো বোনেরও একই সাথে একটি বাচ্চা হয়েছে,দেখতে অনেকটা চাইনিিজজ বাচ্চাাদের মতো, (আমরা ২জনই অবিবাহিত), আর ওর সাাথে আমার relation একেবারে আপন বোনের মতো। কিন্তু দুুুশ্চিন্তার বিষয় হচ্ছে আমরা আমাদের সন্তানের বাবাকে খুঁজে পাচ্ছি না, আর স্বপ্নেও আমরা অবিবাহিতই, কিন্তু এই বাচ্চা তাহলে আসলো কোথা থেকে!আমার জমজ বাচ্চাদের মধ্যে একজন খুব দ্রুত বাড়ছিলো আর আমি জানতামও যে সে খুব তাড়াতাড়ি মারা যাবে, আর আমার কোলে যেই বাচ্চা ছিলো সে একেবারে নবজাতকই, আমি আমার বাচ্চাদের ব্রেস্টফিডিং ও করিয়েছি।এসবের মানে কি? এরপর কিছু গোলাপ ফুল ছিড়ে ওদের জন্য কিছু একটা বানাচ্ছিলাম এরমধ্যে ঘুম ভেঙে যায়।
গত প্রশ্নর উত্তর জানানো হয়নি, সবর করতে বলা হয়েছে, তাই এবার শুধু যেই বিষয়ে বেশি কিউরিয়াস আছি তাই নিয়েই জানতে চাচ্ছি, ইনশাআল্লাহ জানানোর জন্য অনুরোধ থাকলো।