আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
153 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (58 points)
১. যদি বলা হয়, মুমিনের জন্য অসুস্থতাও একটি নিয়ামত। হয়তো এই অসুস্থতার জন্য তার গুনাহ মাফ হচ্ছে বা তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। (এই কথাটা বলা ঠিক হবে কিনা)

২. যোহর এর ৪ রাকাত সুন্নতে মুয়াক্কাদা যদি ফরয এর পর আদায় করা হয় তাহলে টা কি নফল হিসেবে আদায় হয় নাকি সুন্নতে মুয়াক্কাদা? এক ভাই বললো ঐটা নফল হিসেবে আদায় হবে!

৩. কোনো ব্যক্তি অন্য ব্যক্তি দ্বারা প্রতারণার শিকার হয়েছে। এখন তার ক্ষেত্রে কোনটা করলে ভালো হবে? • তাকে মাফ করে দিবে, • মাফ করবে না এবং আখিরাতের পাওনা পাওয়ার আশা রাখবে।
৪. যদি উলংগ হয়ে অজু করে তাহলে সেই অজু দিয়ে সালাত আদায় করা যাবে কিনা? তাকওয়ার দিক দিয়ে কি বলে?

1 Answer

0 votes
by (589,680 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
মুমিনের জন্য অসুস্থতাও একটি নিয়ামত। হয়তো এই অসুস্থতার জন্য তার গুনাহ মাফ হচ্ছে বা তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। (এই কথাটা বলা অঠিক নয়)

(২)
যোহর এর ৪ রাকাত সুন্নতে মুয়াক্কাদা যদি ফরয এর পর আদায় করা হয়, তাহলে তা সুন্নতে মুয়াক্কাদা হিসেবেই আদায় হবে।

(৩)
উকবাহ ইবনে আমির রাযি থেকে বর্ণিত,
عن عقبة بن عامر قال لقيت رسول الله صلى الله عليه وسلم فقال لي يا عقبة بن عامر صل من قطعك وأعط من حرمك واعف عمن ظلمك
আমি রাসূলুল্লাহ সাঃ এর সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন,হে উকবাহ ইবনে আমের!যে সম্পর্ককে ছিন্ন করতে চায়,তার সাথে তুমি সম্পর্ক স্থাপন করো।যে তোমাকে মাহরুম করেছে,তাকে তুমি দান করো।যে তোমার উপর জুলুম-নির্যাতন করেছে,তাকে ক্ষমা করে দাও।(মুসনাদে আহমাদ-১৬৯৯৯)

হ্যা যদি ক্ষমা প্রদর্শনের কারণে বা উত্তম আচরণের কারণে সে ঔদ্যত হতেই থাকে,বা অহংকারী হয়ে জুলুম-নির্যাতনের দিকে আরো বেগবান হয়,তাহলে এমন ব্যক্তিকে জুলুম-নির্যাতন থেকে বিরত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/5267
তাকে ক্ষমা করে দেয়াই রাসূলুল্লাহ সাঃ এর সুন্নাহ।

(৪)
উলংগ হয়ে অজু করে তাহলে সেই অজু দিয়ে সালাত আদায় করা যাবে। হ্যা, মনের মধ্যে যেহেতু সন্দেহ চলে আসে, তাই আবার অজু করে নামায পড়াই শ্রেয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,680 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 223 views
asked Sep 23, 2022 in সালাত(Prayer) by JJk (81 points)
...