আসসালামু আলাইকুম।
১) আমার দাদু বাড়িতে বাড়ির এক কর্ণারে আমার বড় বাবা মানে দাদীর বাবার কবর আছে, একটাই কবর বাড়িতে, অনেকে বলে এই কবরে নাকি অনেক ভয়ানক কিছু দেখে(হয়তো বা খারাপ জ্বীনের কাজ হতে পারে, আল্লাহই ভালো জানেন)। বর্তমানে আমার ভাই আমার আব্বুর জায়গায় ঘর তুলছে(নির্মাণাধীন), আমাদের ঘরটির অবস্থান উক্ত কবরের ঠিক পাশে, অর্থাৎ এক দুই হাত প্রায় দূরত্ব হবে কবরের পাশে ঘরের। এভাবে ঘর তোলা কি ঠিক? এতে কোনো বিধিনিষেধ আছে? ঘরটা কবরের উপরে নয়, বরং ঠিক পাশে অবস্থিত।
২) ঘরে বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম, একতারা, ঢোল, তবলা, গিটার, বাঁশি ইত্যাদি থাকলে কি রহমতের ফেরেশতা আসেনা? এবং কোনো বাসার মধ্যে নির্দিষ্ট কোনো ঘরে যেমন বেড রুমে একটা প্রাণীর ছবি থাকলে কি সম্পূর্ণ বাসাতেই ফেরেশতা আসা বন্ধ থাকে নাকি শুধু মাত্র ঐ নির্দিষ্ট রুম টি তেই ফেরেশতা আসা বন্ধ থাকে?
জাযাকুমুল্লাহু খইরন।