ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কুরআনকে হিফজ করার পর বারংবার মুখস্থ থেকে পড়তে হবে। বিশেষকরে নামাযের মধ্যে বারংবার তিলাওয়াত করতে হবে। দৈনিক বারংবার তিলাওয়াত করলে কুরআনের লম্বা লম্বা সূরাকে মুখস্থ রাখা যাবে।
(২)
ধর্য্য সহকারে মাতাপিতা উভয়কে বুঝানো। প্রজ্ঞা ও হেকমতের সাথে মাতাপিতার বিষয়টিকে মিমাংশা করার সিদ্ধান্ত নেয়া।
(৩)
উমর রাযির পিতা খাত্তাব ইবনে নুফাইল রাসূলুল্লাহ সাঃ এর নবুওয়ত প্রাপ্তির কয়েক বছর পূর্বেই মারা যান।
লোকমুখে প্রচলিত কথাটি বিশুদ্ধ নয়।
(৪)
মাতাপিতা সন্তান উপর জুলুম করলেও সন্তান সর্বদাই ধর্য্য ধরবে।