আমার এক আপু প্রেগনেন্ট। ছেলে হওয়ার জন্য তার স্বামী মাদরাসার এক হুজুর এর কাছে বলছে আর ওই হুজুর কুর'আন এর আয়াত লিখে একটা তাবিজ দিল আর বললো সেটা ইউস করলে নাকি ছেলে বাচ্চা হবে। কিন্তু আমার ওই আপু তাবিজ না পড়া নিয়ে একদম Strict. যেহেতু শিরক এর ভয় থেকে যায়। এখন উনার স্বামী উনাকে তাবিজ পড়ার জন্য খুব জোর করতেছে। কিন্তু আপু মানা করেই যাচ্ছে। ঝগড়া বেশি লাগবে এই ভয়ে আপু ভাবলো যে ভাইয়া যে দু'দিন থাকবে ওইদিন তাবিজ পড়বে যেহেতু ঝগড়া হওয়ার ভয় থাকে। আর তার স্বামী না থাকলে পড়বে নাহ। এইখানে কি আপুর গুনাহ হওয়ার সম্ভাবনা আছে?