বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আপনাকে আল্লাহর হজ্বের তাওফিক দিবেন।আপনার এবং আপনার বোনের জীবনে রহমত ও বরকত হবে।
(২)
হায়েয অবস্থায় আযানের জবাব দেয়া যাবে।
(৩)
https://www.ifatwa.info/23836 নং ফাতাওয়ায় বলেছি যে,
জ্বী, স্বামী স্ত্রীর মধ্যকার মহব্বত বৃদ্ধির লক্ষ্যে আ'মল করা যেতে পারে।
একাকি ফরয নামায বা নফল নামাযের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ,সহ দু'আয়ে মাছুরা পড়ার পর সূরায়ে ফুরকানের ৭৪নং আয়াতও পড়তে পারেন।অনেক বুজুর্গানে কেরাম ও শায়েখগণ এ আ'মলের পরামর্শ দিয়েছেন।
থানভী রাহ ও কাস্মীরি রাহ এর উক্ত দুইটি কিতাব দ্বারা আ'মল করতে পারবেন।তবে অন্তরকে বিশুদ্ধ রাখতে হবে।এগুলো শুধুমাত্র একটা পরামর্শ। আল্লাহ চাইলে কবুল করতেও পারেন আবার না ও করতে পারেন।এগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নাই।বরং এগুলো নেককার বান্দাদের কিছু দ্বীনী পরামর্শ মাত্র।আল্লাহ-ই ভালো জানেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আমার দেখা সবচেয়ে উপকারী আ’মল হল, ফুরকানের ৭৪নং আয়াত সম্ভলিত আ’মল, যা আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি।