ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/2898 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
বিয়ের প্রস্তাব প্রদানের পূর্বে বায়োডাটা প্রেরণ করা যাবে।তবে ছবি প্রেরণ করা যাবে না।বরং পাত্র পক্ষের কোনো এক মহিলা সরাসরি পাত্রীকে দেখে আসবেন।
আর প্রস্তাব দেয়ার পর যথাসম্ভব সরাসরি দেখার চেষ্টা করা হবে।কেননা যে হেকমতে পাত্রী দেখার কথা বলা হচ্ছে,সেটা একমাত্র সরাসরি দেখার মাধ্যমেই সম্ভব হবে।হ্যা কোনো কারণে(যেমন পাত্র-পাত্রী বিদেশে অবস্থানরত)যদি পাত্র-পাত্রীকে সরাসরি দেখা সম্ভব না হয়,তাহলে ভিডিওকলের মাধ্যমে উপরোক্ত লিংকে বর্ণিত শর্তাদির আলোকে দেখা যেতে পারে।কেননা ছবির তুলনায় ভিডিওর হুকুমে কিছুটা শীতিলতা রয়েছে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি তখনই কথা বলতে পারবেন, যখন পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়ে যাবে।বা আপনার চয়েজকে পরিবার মেনে নেবে বলে দৃঢ় ইয়াকিন ও বিশ্বাস হবে। ভিডিওকলে সম্ভব না হলে তখন ছবি প্রেরণ করতে পারবেন।