উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো এমন বৃদ্ধা মহিলা যাকে দেখলে যৌনচাহিদা জাগ্রত হয় না,তার সাথে মুসাফাহা করতে কোনো সমস্যা নেই,যদি পুরুষ নিজের উপর নিয়ন্ত্রন রাখতে সক্ষম হন।
যখন স্পর্শ করা জায়েয তখন তাকে নিয়ে সফর করাও জায়েয হবে।এবং তার সাথে নির্জনে অবস্থান করাও জায়েয হবে।
এ বিধান তখনই যখন উক্ত বৃদ্ধা মহিলা ও স্পর্শকারী পুরুষ উভয় নিজের উপর নিয়ন্ত্রন রাখতে সক্ষম হবেন।
নতুবা কখনো জায়েয হবে না।
,
বিস্তারিত জানুন
,
★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে ৫৫ বছর বয়সী খাদেমার অবস্থা যদি এমন হয় তাকে দেখলে যৌনচাহিদা জাগ্রত হয় না,তাহলে
তাকে নিয়ে সফর করাও জায়েয হবে।এবং তার সাথে বাড়িতে অবস্থান করাও জায়েয হবে,যদি পুরুষ নিজের উপর নিয়ন্ত্রন রাখতে সক্ষম হন।
,
অন্যথায় মাহরামের উপস্থিতি আবশ্যক৷।